দর্পণ ডেস্ক : ভারতের প্রধান বিরোধীদল কংগ্রেসের সভাপতি রাহুল গান্ধী বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের ভয় পেয়েছেন এবং চীনের বিরুদ্ধে তার মুখ থেকে একটি শব্দ বের হয় না। তিনি আজ (বৃহস্পতিবার) ওই মন্তব্য করেছেন।
রাহুল বলেন, ‘দুর্বল মোদি, শি জিনপিংয়ের ভয়ে ভীত। চীন ভারতের বিরুদ্ধে পদক্ষেপ নিলেও ওনার মুখ থেকে একটা শব্দও বেরোয় না।’
চীনের বাধায় জাতিসঙ্ঘের নিরাপত্তা পরিষদে পাকিস্তানভিত্তিক জৈশ-ই-মুহাম্মদ নেতা মাসুদ আজহার নিষিদ্ধ তালিকায় অন্তর্ভুক্ত না হওয়াকে কেন্দ্র করে রাহুল ওই মন্তব্য করেন।
ওই ইস্যুতে ভারতের পাশে আমেরিকা, ফ্রান্স, রাশিয়া, ব্রিটেনসহ বিভিন্ন রাষ্ট্র ভারতের পাশে থাকলেও চীনের ধাক্কায় সেই উদ্যোগ আটকে গেছে। ওই ঘটনায় ভারত ‘হতাশ’ বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে।
চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এরআগে বলা হয়েছিল, ওই বিষয়ের মীমাংসা ‘প্রত্যেকের কাছে গ্রহণযোগ্য’ হওয়া প্রয়োজন।
চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লু কাং বলেন, ‘আমি আগেও বলেছি, আবারও বলছি, দায়িত্বশীল রাষ্ট্রের মতো আচরণ করবে চীন।’
চীনের বিপরীত অবস্থানে দাঁড়িয়ে মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র রবার্ট পালাডিনো বলেন, ‘আন্তর্জাতিক সন্ত্রাসবাদী হিসেবে ঘোষণা করার যে ক’টি শর্ত প্রয়োজন, তার সবক’টিই মাসুদ আজহারের ক্ষেত্রে প্রযোজ্য।’
যদিও নির্দিষ্ট সময়সীমা পার হওয়ার আগে চীন জানায়, এই প্রস্তাব বিবেচনা করতে তাদের আরও সময় প্রয়োজন। এভাবেই মাসুদ আজহারকে আন্তর্জাতিক সন্ত্রাসী ঘোষণা করার প্রচেষ্টা ভেস্তে যায়।
ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ‘আমরা হতাশ। এর ফলে জম্মু-কাশ্মিরে সাম্প্রতিক হামলার পরিপ্রেক্ষিতে মাসুদের বিরুদ্ধে আন্তর্জাতিক স্তরে পদক্ষেপ করার পথ বন্ধ হয়ে গেল।’
এভাবে আন্তর্জাতিক স্তরে কূটনৈতিক ব্যর্থতার সমালোচনা করে কংগ্রেসের মুখপাত্র রণদীপ সূর্যেওয়ালা বলেছেন, ‘মোদি সরকারের ব্যর্থ পররাষ্ট্র নীতির ফলে একের পর এক বিপর্যয় হচ্ছে।’
এর আগে চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী মোদির দোলনায় চড়ার প্রসঙ্গ উল্লেখ করে রাহুল গান্ধী কটাক্ষ করে বলেছিলেন, যখন নরেন্দ্র মোদি দোলনায় দুলছেন, তখনই ডোকলাম হল। চীনা প্রেসিডেন্ট নরেন্দ্র মোদিকে বুঝিয়ে দিলেন, তিনি বুঝে গিয়েছেন, মোদির দম নেই।