দর্পণ ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, পশ্চিমবঙ্গে ৪২টি লোকসভা আসনের সবকটিতেই তৃণমূল জয়ী হবে। তিনি আজ (বুধবার) পশ্চিমবঙ্গের রাজধানী কোলকাতার কালীঘাটে এক সংবাদ সম্মেলনে ওই দাবি করেন।

মমতা বিজেপির সমালোচনা করে বলেন, ‘দেশে আওয়াজ পৌঁছানো দরকার যে, একদিনের জন্যও রাজনৈতিক লড়াই করার কোনো অধিকার বিজেপির নেই। মানুষ ওদের অধিকার কেড়ে নেবে। ওরা বাবা সাহেব আম্বেদকর রচিত সংবিধানকে নষ্ট করে দেবে। দলিত, উপজাতি, সংখ্যালঘুদের উপরে অনেক অত্যাচার হয়েছে। অসমে এনআরসি থেকে ৪০ লাখ লোকের নাম বাদ দেয়া হয়েছে। সুপ্রিম কোর্ট যে সিদ্ধান্ত দেবে আমরা সেটাই মেনে নেব। অনেককে ডিটেনশন ক্যাম্পে রাখা হয়েছে। ওরা তো ২২ লাখ হিন্দু ভোটারের নামও বাদ দিয়ে দিয়েছে। যাদের নাম বাদ দেয়া হয়েছে তাদের নাম ভোটার তালিকায় থাকা উচিত। ওরাও ভারতীয়। আমরা দেশকে ভালোবাসি। আমি বিজেপি নেতাদের মনোভাবের নিন্দা জানাই।’

তিনি বলেন, ‘বাংলার সঙ্গে অসম্মানজনক আচরণ করা হচ্ছে। বাংলার মানুষ সব সহ্য করতে পারে কিন্তু বাংলার মানুষ কোনো অসম্মান সহ্য করতে পারে না। বাংলা সংস্কৃতির জায়গা। বাংলা নবজাগরণের জায়গা, বাংলা স্বাধীনতা আন্দোলনের জায়গা। বাংলা ছাত্র-যৌবনের জায়গা, নব প্রজন্মের জায়গা। বাংলা ভারতবর্ষকে পথ দেখায়।

মমতা বলেন, ‘বাংলার মানুষকে অসম্মান করা, লাঞ্ছনা, বঞ্চনা করার প্রতিবাদ মানুষ আসন্ন নির্বাচনে ব্যালটের মধ্য দিয়ে নেবে। ৪২টি আসনের মধ্যে ৪২টিই জয় করে আমরা দেখিয়ে দেবো বাংলা সংস্কৃতির জায়গা, বাংলা অপসংস্কৃতির জায়গা নয়।’ বাংলা নবজাগরণের জায়গা, বাংলা ভারতকে পথ দেখায়’ বলেও মমতা বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেন।