Exif_JPEG_420

গোফরান পলাশ, পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়ায় দিনের বেলায় ভয়াবহ এক অগ্নিকান্ডে পাঁচটি দোকান ভস্মিভূত হয়েছে। গতকাল বুধবার দুপুর দেড়টার
দিকে পৌরশহরের নতুন বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় জনতা ও ফায়ার সার্ভিসের সদস্যরা একঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে। এতে চারটি পাদুকার দোকান ও একটি চায়ের দোকান পুড়ে ছাই হয়ে গেছে। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।

বন্দর ব্যবসায়ীর সমিতির সভাপতি দিদার উদ্দিন আহামেদ মাসুম ও পৌরসভার মেয়র বিপুল চন্দ্র হাওলাদার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। অগ্নিকান্ডের ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমান অন্তত: দশ লক্ষাধিক টাকা হবে বলে স্থানীয় ব্যবসায়ীরা জানিয়েছেন। ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা হলো মো. ইউনুস মৃধা, মো. আলানুর, মো. কালাম, নেছার সিকদার ও শামীম মিয়া।