দর্পণ ডেস্ক : ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, ইরাক ও সিরিয়ায় উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের পতন হওয়া সত্ত্বেও সন্ত্রাস বিরোধী যুদ্ধ শেষ হয়ে যায়নি। এর কারণ হিসেবে তিনে বলেন, আমেরিকা বর্তমানে এসব সন্ত্রাসীকে মধ্যপ্রাচ্য থেকে আফগানিস্তান, মধ্য এশিয়া ও ককেশীয় অঞ্চলে স্থানান্তরের কাজ করছে।

ইরাকের রাজধানী বাগদাদে মঙ্গলবার সেদেশের ধর্মীয় ও গোত্রীয় নেতাদের এক সমাবেশে বক্তৃতা দিতে গিয়ে একথা বলেন তিনি। প্রেসিডেন্ট রুহানি বলেন, সাম্রাজ্যবাদী শক্তিগুলো ইসলামকে ‘সহিংস’ ধর্ম হিসেবে তুলে ধরে নিজেদেরকে ‘ত্রাণকর্তা’ হিসেবে পরিচিত করানো অশুভ লক্ষ্যে মধ্যপ্রাচ্যে দায়েশ নামক জঙ্গি গোষ্ঠীকে ছেড়ে দিয়েছিল। কিন্তু ইরাক ও সিরিয়ার জনগণ মধ্যপ্রাচ্যের শুভাকাঙ্ক্ষী দেশগুলোকে সঙ্গে নিয়ে সাম্রাজ্যবাদীদের সে ষড়যন্ত্র ব্যর্থ করে দিয়েছে।
ইরানের প্রেসিডেন্ট বলেন, মধ্যপ্রাচ্যের মুসলমানরা বিশ্বকে এই বার্তা দিতে পেরেছেন যে, সন্ত্রাসীরা সত্যিকারের মুসলমান নয়। ইসলাম বরং শান্তি, দয়া ও ভালোবাসার ধর্ম।

হাসান রুহানি আরো বলেন, মধ্যপ্রাচ্যের দেশগুলো আরো প্রমাণ করেছে, বিশ্বের আধিপত্যকামী দেশগুলোই সন্ত্রাসবাদের প্রধান পৃষ্ঠপোষক। সন্ত্রাসীরা কার কাছ থেকে সামরিক ও অর্থনৈতিক সহযোগিতা পায় তা এখন আর কারো কাছে অস্পষ্ট নয় বলেও তিনি উল্লেখ করেন।