দর্পণ ডেস্ক : বিভিন্ন কারণে আগুনে পুড়ে যেতে পারে পুরো শরীর বা শরীরের অংশ। আসুন জেনে নেই, শরীর পুড়ে গেলে কী করণীয়।
প্রথমেই শরীরের পুড়ে যাওয়া স্থানে প্রচুর ঠাণ্ডা পানি দিতে হবে। হাত-পা পুড়ে গেলে বালতির ঠাণ্ডা পানিতে ডুবিয়ে বসে থাকুন অন্তত ১০-১৫ মিনিট।
আগুন নেভাতে কম্বলের ব্যবহার করা যায়। কোনো ধরনের ক্রিম, ওষুধ বা কোনো ময়েশ্চারাইজার পোড়া জায়গায় লাগাবেন না। এতে বিপদ আরো বাড়ে।
হাতের চুড়ি, আংটি যত দ্রুত সম্ভব খুলে নিতে হবে। মুখ ও হাত পুড়ে গেলে বাড়িতে চিকিৎসা না করিয়ে অবশ্যই হাসপাতালে নিয়ে যান।
হাসপাতালে নিয়ে যাওয়ার সময় অ্যাম্বুলেন্সের বিছানায় ঘরের পাতলা, নরম, পরিচ্ছন্ন কাপড় বিছিয়ে তার উপর রোগীকে শুইয়ে দিন।