বিশ্ববিদ্যালয়ের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে ভিসি চত্ত্বর ছাড়তে নেতাকর্মীদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছেন ছাত্রলীগ সভাপতি রেজোয়ানুল হক চৌধুরী শোভন ।
তিনি বলেন, আমি হেরে গেছি, আমার মধ্যে কি ব্যথা নাই। এমন কিছু করো না যেন ঢাকা বিশ্ববিদ্যালয় পাশাপাশি, দেশের পরিবেশ নষ্ট হয়। যা হয়েছে সেটা মেনে নাও। বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের অভিভাবক, তাদের সাথে বেয়াদবি করতে পারব না।
মঙ্গলবার ( ১২ মার্চ) ভিসি চত্ত্বরে নেতাকর্মীদের শান্ত করতে এসে তিনি ছাত্র লীগ নেতাকর্মীদের এই নির্দেশনা দেন।
ছাত্রলীগ সভাপতি বলেন, নির্বাচিত ভিপি নুরুল হক নূরু আমাদের সাথে কাজ করবে। এ সময় ছাত্র লীগ নেতাকর্মীরা শিবির শিবির বলে শ্লোগান দেয়। শোভন পুনরায় বলেন, বাংলাদেশ ১৬ কোটি মানুষের, তাদের সবাইকে আমাদের দেখে রাখতে হবে। কাউকে পর করে দিলে হবে না। ছাত্রলীগের কর্মীদের মন অনেক বড়। আমার একটা জায়গা আছে, ছাত্রলীগের সভাপতি আমি। এই জায়গাটা তোমরা নষ্ট করো না। অনেক সময় বড় কিছুর জন্য নিজেকেও বলি দিতে হয়। সবাই এই সময় স্লোগান দিতে থাকে ছাত্রলীগের বিশ্বাস ঘাতকদের বিচার চাই।
তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের পরিবেশ ঠিক রাখতে সবাইকে একসাথে নিয়ে কাজ করতে চাই। নুরু আমাদের সাথে থাকবে। আবারো স্লোগান ওঠে শিবিরকে মানবো না, মানবো না। এ সময় ছাত্রলীগ সভাপতি ৫ মিনিটের মধ্যে তোমরা ভিসির বাসার সামনে জায়গাটা ছেড়ে দেবে। সবার প্রতি সম্মান রেখে এখান থেকে চলে যাবে।