দর্পণ ডেস্ক : ভারত ও পাকিস্তানের কমিশনাররা গত বছর ২৯-৩০ আগস্ট লাহোরে স্থায়ী সিন্ধু কমিশনের ১১৫-তম বৈঠকে দু’দেশে গিয়ে অববাহিকা পরিদর্শনে রাজি হয়েছিলেন। সে অনুযায়ী গত বছরের অক্টোবর মাসেই পাকিস্তানি দলের ভারতে যাওয়ার সিদ্ধান্ত হয়। কিন্তু জম্মু ও কাশ্মীরে পঞ্চায়েত নির্বাচনের কারণে সেই সফর বাতিল হয়ে যায়। অবশেষে গত জানুয়ারি মাসের শেষ সপ্তাহে চন্দ্রভাগা অববাহিকার বিভিন্ন প্রকল্পগুলো পরিদর্শন করে যায় পাকিস্তানি দলটি। উপদেষ্টাদের সঙ্গে নিয়ে নির্মাণাধীন পাকাল দুল, রাতলে, লোয়ার কালনাই ও বাগলিহর জলবিদ্যুৎ প্রকল্প ঘুরে দেখেন পাকিস্তানি সিন্ধু কমিশনার সৈয়দ মোহাম্মদ মেহের আলি শাহ ও ভারতীয় কমিশনার পি কে সাক্সেনা। এরপর পাকিস্তানি কমিশনারের আমন্ত্রণে ভারতীয় দলটির এ মাসেই প্রতিবেশী দেশে যাওয়ার কথা ছিল। এর মধ্যেই গত ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় ভারতের আধা সামরিক বাহিনীর ওপর পাকিস্তানভিত্তিক জঙ্গি গোষ্ঠী জঈশ-ই-মোহাম্মদের হামলাকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়তে থাকে।

News Editor : Ganash Chanro Howlader. Office: 38-42/2 Distillery Road, 1st floor, Gandaria, Dhaka-1204.