অনলাইন ডেস্ক : এল ক্লাসিকো ম্যাচে দারুণ ছন্দে ছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। দারুণ এক গোল করে রিয়ালকে প্রথমার্ধে সমতা ফেরান তিনি। এরপর গোলে শট নিয়েছেন আরো কয়েকবার। কিন্তু গোল করতে গিয়ে আঘাত পান তিনি। দ্বিতীয়ার্ধে তাকে আর মাঠে নামাননি রিয়াল কোচ জিদান।
কিয়েভে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ফিট রোনালদোকে পাওয়া যাবে কিনা তা নিয়ে ভক্তদের মধ্যে ছিল শঙ্কা। তবে রোনালদোদের কোচ জানালেন পুরো ফিট হয়েই মাঠে নামবেন সিআরসেভেন।
এছাড়া ইনজুরিতে থাকা ইসকো, কারভাজালরাও থাকবেন পুরোপুরি ফিট। জিদান বলেন, ‘ফাইনালে দলের সকল খেলোয়াড় পুরোপুরি ফিট থাকবেন। রোনালদো, ইসকো, কারভাজাল কারো ফাইনালে খেলতে কোন সমস্যা থাকবে না। তারা ১৫০ ভাগ ফিট হয়েই মাঠে নামবেন।’
পর্তুগিজ যুবরাজ আগামী বুধবার সেভিয়ার বিপক্ষে মাঠে নামতে পারবেন না। এছাড়া সেল্টা ভিগোর বিপক্ষেও তার খেলা অনিশ্চিত। তবে রিয়ালের শেষ লা লিগা ম্যাচে ভিয়া রিয়ালের বিপক্ষে রোনালদো মাঠে নামতে পারেন। চ্যাম্পিয়নস লিগের ফাইনালের আগে নিজেকে একটু ঝালিয়ে নেওয়ার সুযোগ হয়তো ছাড়বেন না রোনালদো।
তবে রিয়াল কোচ তারা কবে মাঠে ফিরবেন তা নিয়ে আগে ভাগে কিছু বলেননি, ‘তাদের মাঠে ফেরার তারিখ আমরা জানি না। তবে ভিয়ারিয়ালের বিপক্ষে রোনালদো ফিরতে পারে। আমার কাছে শেষ লা লিগা ম্যাচের আগে সবাই ফিরলে তা হবে দারুণ ব্যাপার।’