গনেশ চন্দ্র হাওলাদার: বাংলাদেশের সনাতন ধর্ম্বাবলম্বী সাংবাদিকদের সংগঠন স্বজন এর বিজয়া পুনর্মিলনী -২০১৮ আজ ৮ মার্চ শুক্রবার রাজধানীর ঢাকেশ্বরী মন্দির প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সকল সদস্য ও তাদের পরিবারের সদস্য ছাড়াও দেশের বিভিন্ন প্রথিতযশা ব্যক্তিদের উপস্থিতিতে প্রানবন্ত মিলনমেলায় পরিনত হয় দিনব্যাপী অনুষ্ঠানটি।

এ উপলক্ষে স্বজনের বাৎসরিক সংকলন ’আগমনী’ এর ৬ষ্ঠ সংখ্যা প্রকাশিত হয়েছে।

স্বজনের বর্তমান বয়স ১৬ বছর। সনাতনী সম্প্রদায়ের সাংবাদিকদের নিজেদের মধ্যে নিবিড় যোগাযোগের লক্ষ্য নিয়ে ১৫ বছর পূর্বে প্রতিষ্ঠিত হয়েছিল এ অরাজনৈতিক কল্যানধর্মী সংগঠনটি। সারা বছর কার্যকরী কমিটির নিয়মিত সভা, সাধারণ সভা এবং সদস্যদের ধর্মীয় বিভিন্ন অনুষ্ঠানে বিশেষ করে পরিবারের নিকটজনের মৃত্যুবাষির্কী পালনে ঢাকেশ্বরী মন্দিরে প্রায় প্রতিমাসেই সদস্যবৃন্দ একত্রিত হলেও ব্যাপক কলেবরে জাকজমকপূর্ণ আয়োজনে প্রতিবছর বিজয়া পুনর্মিলনী অনুষ্ঠানটি পালিত হয়ে আসছে।


সকাল ১১টায় আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠানটি শুরু হয়ে বিখ্যাত শিল্পীদের ধর্মীয় সংগীতের পরিবেশনা ও পরিবারের সদস্যদের মধ্যে পারস্পরিক আলাপচারিতায় মধ্যাহ্নভোজ পর্যন্ত বেশ আনন্দঘন পরিবেশে পুনর্মিলনী অনুষ্ঠানটি চলতে থাকে।

 

সকল সদস্য সংগঠনের দেয়া একই রংয়ের পাঞ্জাবী ও তাদের সহধর্মীনীদের জন্য দেয়া শাড়ী পরিহিত হয়ে আসায় স্বজনের সদস্য ও তাদের পরিবারের সদস্যদেরকে একটি বৃহৎ একক পরিবারের ন্যায় মনে হচ্ছিল। অনুষ্ঠানে একপর্যায়ে সকল সদস্য/সদস্যদের গ্রুপ ছবি তোলা হয়।

 

আগত অতিথিদেরদের মধ্যে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, সাবেক প্রতিমন্ত্রী বীরেন শিকদার, বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, বাংলাদেশে নিযুক্ত ভারতীয় ডেপুটি হাইকমিশনার ড. আদর্শ সাইকা, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর অ্যাডভোকেট রানা দাশ গুপ্ত সহ বিভিন্ন রাজনৈতিক ব্যাক্তিত্ব, সরকারের বর্তমান ও সাবেক উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ ও অন্যান্য গুনীজন উপস্থিত ছিলেন।

অতিথিদের মধ্যে একমাত্র বাংলাদেশে নিযুক্ত ভারতীয় ডেপুটি হাইকমিশনার ড. আদর্শ সাইকা সংক্ষিপ্ত বক্তব্যে দেন। তিনি উপস্থিত সকলকে ধন্যবাদ জানান এবং স্বজনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

স্বজনের বাৎসরিক সংকলন ’আগমনী’ এর ৬ষ্ঠ সংখ্যায় প্রকাশিত তালিকা অনুযায়ী বর্তমান মোট সদস্য ১৫১ জন। স্বজন এর ২১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি (২০১৮-২০১৯): সভাপতি সন্তোষ শর্মা, সাধারণ সম্পাদক প্রসূন আশীষ, সহ-সভাপতি অনুপ খাস্তাগীর, যুগ্ম সম্পাদক পংকজ কর্মকার, কোষাধ্যক্ষ প্রশান্ত কুমার কর্মকার, সাংগঠনিক সম্পাদক অনিমেষ কর, দপ্তর সম্পাদক রতন চন্দ্র বালো, প্রচার সম্পাদক অজিত মহলদার, সাংস্কৃতিক সম্পাদক লাবনী গুহ রায়, তথ্য ও গবেষনা সম্পাদক ঝর্না রায় এবং নির্বাহী সদস্য রাহুল রাহা, শ্যামল সরকার, তপন বিশ্বাস, সুনীতি কুমার বিশ্বাস, অজিত কুমার রায়, অঘোর মন্ডল, শুক্লা সরকার, মানিক লাল ঘোষ, অভিজিৎ ভট্টাচার্য, কাবেরী মৈত্রয়, শ্যামল কান্তি নাগ।
স্বজন এর অন্যান্য সদস্যবৃন্দ-
শ্যামল দত্ত, মনোজ কান্তি রায়, প্রনব সাহা, অজিত কুমার সরকার, অরুন কর্মকার, অজয় দাসগুপ্ত, অশোক চৌধুরী, ভানুরঞ্জন চক্রবর্তী, মধুসুদন মন্ডল, নিতাই পদ দাস, কল্যাণ সাহা, বিকাশ নারায়ন দত্ত, শোভন কমল, দীপংকর লাহিড়ী, অখিল কুমার পোদ্দার, আশিষ ঘোষ সৈকত, হরলাল রায় সাগর, পার্থপ্রতিম ভট্টাচার্য, দুলাল চন্দ্র দে, গৌতম বি মন্ডল, বিজন দাস, ইন্দ্রজিত ঘোষ, কাঞ্চন কুমার দে, জয়ন্ত আচার্য, তরুন তপন চক্রবর্তী, সত্যেন বিশ্বাস, প্রনব কুমার মজুমদার, রাজিব ঘোষ, রমাপ্রসাদ সরকার বাবু, সমীরণ রায, সেবিকা রানী, অপূর্ব কুমার পিকে, সুশান্ত সাহা, দীপক কুমার আচার্য, সুদীপ কুমার দে, সুজন কুমার কৈরী, দেবাশীষ চক্রবর্তী উত্তম, স্বপন কুমার দাস, ড. উৎপল কুমার সরকার, বরুন ভৌমিক নয়ন, সুবীর কুমার নাথ, অমরেশ রায়, অমিতোষ পাল, দেবব্রত দত্ত, সুভাষ চন্দ্র বাদল, রাজন ভট্টাচার্য, আশীষ কুমার দে, সমীর কুমার দে, শান্তনু চৌধুরী, মানস ঘোষ, চিত্তরঞ্জন দাস, সুভাষ চন্দ্র সাহা, সুদীপ কুমার ঘোষ, সুপন রায়, বিভাস দিক্ষিত বিপ্লব, কানাই চক্রবর্তী, স্বপন দত্ত, প্রমথ রঞ্জন বিশ্বাস, সনৎ নন্দী, নিত্য গোপাল তুতু, রাজেন্দ্র দেব মন্টু, শুভ দেবনাথ সনি, চিত্তরঞ্জন কর, আশীষ কুমার সেন, সুরঞ্জিত বিশ্বাস সুমন, সঞ্জীব কুমার বসাক, তপন দাশ, শিবু কান্তি দাশ, স্মৃতিময় ভট্টাচার্য্য, সঞ্জিত কুমার দাস, স্বপন সরকার, অনিল সেন, পিনাকী তালুকদার, রূপম ভট্টাচার্য, রাজু কুমার দীক্ষিত, তুষার কান্তি দাস, নান্টু রায়, গনেশ চন্দ্র হাওলাদার, শংকর মৈত্র, রঞ্জন সেন, বিভাষ বাড়ৈ, জয় যাদব, রনজু সরকার, প্রবীর কুমার দাস, প্রদীপ কুমার সিংহ রায়, বিমান ভট্টাচার্য, সৈকত দাশগুপ্ত, পার্থ সারথি দাশ, কমল সরকার, তপন দে, দীপক ভৌমিক, পরিতোষ রায় তুষার, সঞ্জয় দাস, মৌসুমী মৌ, এস প্রমথেশ শীল, উৎপল রায়, দেবাশীষ কুমার রায়, সুজন কুমার মন্ডল, প্রধাংশু চন্দ্র বর্মন, রতন চন্দ্র মজুমদার, মৃনাল কান্তি রায় কাজল, অঞ্জন দাস, মৌসুমী আচার্য, সঞ্জয় অধিকারী রনি, শিব শংকর মোদক, বরন কুমার দাস, দীপংকর বৈদ্য (দীপক), জ্যোর্তিময় মন্ডল, মলয় কুমার দত্ত, সঞ্জয় গৌড়, নটো কিশোর আদিত্য, অনুপ কুমার অধিকারী, স্বপ্না চক্রবর্তী, বাবুল চন্দ্র বর্মন, শ্রী নিলাদ্রী শেখর কুন্ডু, রনজিত সরকার, বুদ্ধদেব হালদার জুয়েল, সঞ্জয় দে, সঞ্জয় তরফদার, আদিত্য কুমার ধর, অজিত আইচ তাপস, চিন্ময় চক্রবর্তী, হরিপদ সাহা, খোকন সাহা আপন, কৃষ্ণ দে আকাশ, রাজীব দাস, সাগরিকা মন্ডল, নন্দী, তুহিন শুভ্র অধিকারী ও তুষার শুভ্র দাস।