দর্পণ ডেস্ক : ইরাকের জনপ্রিয় প্রতিরোধকামী শক্তিগুলো হারাকাত হিজবুল্লাহ আন নুজাবার ওপর মার্কিন নিষেধাজ্ঞার নিন্দা জানিয়েছে। একই সঙ্গে ইরাকের ভূখণ্ড থেকে আমেরিকার সৈন্যদের অবিলম্বে বের করে দেয়ার লক্ষ্যে কার্যকরী ব্যবস্থ নেয়ার আহ্বান জানিয়েছে তারা।

গত মঙ্গলবার ডোনাল্ড ট্রাম্প প্রশাসন প্রতিরোধকামী সংগঠন নুজাবাকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে আখ্যায়িত করে এবং এর ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। ২০১৭ সালের শেষের দিকে ইরাকে তৎপর উগ্র তাকফিরি গোষ্ঠী দায়েশ সন্ত্রাসীদের নির্মূলে দেশটির নিরাপত্তা বাহিনীকে সহযোগিতা দিয়েছিল এ সংগঠন।

আমেরিকার এ সিদ্ধান্তে ইরাকি জনগণ তীব্র প্রতিক্রিয়া এবং ক্ষোভ প্রকাশ করেছে। গতকাল বৃহস্পতিবার জনপ্রিয় সন্ত্রাস বিরোধী সংগঠন কাতাইব হিজবুল্লাহ এবং আসাইব আহল আল হাক মধ্যপ্রাচ্যে মার্কিনীদের উপস্থিতির বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তোলার জন্য আলাদা বিবৃতি প্রকাশ করেছে।

কাতাইব হিজবুল্লাহর বিবৃতিতে বলা হয়েছে, এ অঞ্চলে আমেরিকা অনেকগুলো ফ্রন্টে পরাজিত হওয়ায় তারা এ নিষেধাজ্ঞা আরোপ করেছে। দখলদারদের বিরুদ্ধে ইরাকিদের প্রতিরোধ ক্ষমতা দুর্বল করতে ওয়াশিংটন নানা পায়তারা করছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়। আসাইব আহল আল-হাক সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াইয়ে লিপ্ত প্রতিরোধকামী সংগঠনের ওপর নিষেধাজ্ঞা আরোপকে ওয়াশিংটনের ভন্ডামি এবং প্রতারণাপূর্ণ নীতি হিসেবে আখ্যায়িত করেছে।