দর্পণ ডেস্ক : ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে যদি আমেরিকা বাণিজ্যযুদ্ধের বিস্তার ঘটানোর সিদ্ধান্ত নেয় তাহলে জার্মানি ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে পাল্টা প্রতিশোধমূলক ব্যবস্থা নেবে।
জার্মান অর্থমন্ত্রী পিটার আল্টমেয়ার গতকাল (বৃহস্পতিবার) এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি বলেন, ইউরোপীয় ইউনিয়ন আমেরিকার সঙ্গে বাণিজ্যযুদ্ধে নামতে চায় না তবে প্রেসিডেন্ট ট্রাম্প যদি কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেন তাহলে নিজের স্বার্থ রক্ষার করার জন্য ইইউ প্রস্তুত রয়েছে।
আল্টমেয়ার বলেন, “আমি বিশ্বাস করি যুদ্ধ সাধারণ কোনো ভালো চিন্তা নয় এবং বাণিজ্যযুদ্ধ একেবারেই ভালো না, কারণ চূড়ান্তভাবে সবাই ক্ষতিগ্রস্ত হয়। ফলে সবার লক্ষ্য ও স্বার্থ হচ্ছে বাণিজ্যযুদ্ধ এড়াতে চাই।” তিনি আরো বলেন, শূল্ক কমিয়ে আমেরিকার সঙ্গে ইইউ মতবিরোধের অবসান ঘটাতে চায়।
জার্মান মন্ত্রী বলেন, “ইউরোপীয় ইউনিয়ন নিজের মতো করে পদক্ষেপ নেবে যাতে আমরা নিজেরা নিজেদের স্বার্থ রক্ষা করতে পারি।”
২০১৭ সালে ক্ষমতায় আসার পর থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারত, চীন ও ইউরোপের কয়েকটি দেশের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমানোর প্রতিশ্রতি ব্যক্ত করে আসছেন। তিনি বলছেন, এসব দেশের সঙ্গে বাণিজ্যের ক্ষেত্রে শূল্ক হার বাড়ানো উচিত।