দর্পণ ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গের তৃণমূল যুব কংগ্রেসের প্রধান অভিষেক বন্দ্যোপাধ্যায় এমপি বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সমালোচনা করে বলেছেন, ‘ধর্মের ভিত্তিতে আপনি বাংলাকে ভাগ করতে চাচ্ছেন, ভারতকে ভাগ করতে চাচ্ছেন। কিন্তু আমরা আমাদের শেষ রক্তবিন্দু পর্যন্ত তা রক্ষা করব।’ গতকাল (বৃহস্পতিবার) পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলায় এক অনুষ্ঠানে ভাষণ দেয়ার সময় তিনি ওই মন্তব্য করেন।

অভিষেক বলেন, ‘কেন্দ্রীয় সরকার গত পাঁচ বছরে একটাও উন্নয়নের কাজ করেনি। ওরা মাথায় ফেট্টি বেধে রাস্তায় নেমে বিভাজনের নামে সমাজকে অশান্ত করছে। আগামীদিনে বাংলার মানুষ ওদের জবাব দেবে।’

কাশ্মিরের পুলওয়ামায় সন্ত্রাসী হামলার নিন্দা এবং পরবর্তীতে পাকিস্তানে ভারতীয় বিমান বাহিনীর হামলার উল্লেখ করে কেন্দ্রীয় সরকারের সাফল্য দাবির সমালোচনায় তিনি বলেন, ‘ওরা নকল দেশপ্রেমকে কাজে লাগিয়ে মানুষকে বিভ্রান্ত করতে চাচ্ছে, এটা লজ্জার! ভারতের সেনাবাহিনী দেশের গর্ব, দেশের সম্পদ, কোনো রাজনৈতিক দলের পৈতৃক সম্পত্তি নয়। আমার সম্প্রীতির পক্ষে, সেনাবাহিনীর পক্ষে কিন্তু আমরা মোদি সরকারের একনায়কতন্ত্রের পক্ষে নই। আপনি যদি ভাবেন সেনাকে নিয়ে ভারতের মাটিতে রাজনীতি করবেন আমরা তা মানব না।’
পাকিস্তানের হাতে আটক ভারতীয় বিমান বাহিনীর পাইলট অভিনন্দন বর্তমানের দ্রুত সেদেশ থেকে ফিরে আসা প্রসঙ্গে সরকারের কৃতিত্ব দাবিকে উড়িয়ে দিয়ে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ‘ভারতীয় বিমান বাহিনীর উইং কমান্ডার অভিনন্দন বর্তমান পাকিস্তান থেকে দু’দিনের মধ্যে ভারতে ফিরেছেন জেনিভা কনভেনশন অনুযায়ী। কিন্তু আপনি কী বলছেন, আমার দক্ষতায় উনি ফিরে এসেছেন। আমি বলতে চাই অভিনন্দন বর্তমান ফিরে এসেছে নিজের দক্ষতা, নিষ্ঠা ও দেশপ্রেমের মাধ্যমে মানুষের মাঝে ফিরে এসেছেন। তিনি পাকিস্তানের কাছে আত্মসমর্পণ করেননি। নিজের দক্ষতা, সততা, নিষ্ঠা, দেশপ্রেমের কারণে ফিরে এসেছেন।’

তিনি বলেন, ‘আপনি যদি এত বড় নেতা হন তাহলে পাকিস্তান থেকে হাফিজ সাঈদকে ফিরিয়ে আনুন। আপনি যদি এতবড় নেতা হন তাহলে (বিদেশে পালিয়ে থাকা) ললিত মোদি, নীরব মোদিকে ফিরিয়ে আনুন।’

‘দিল্লির লাঞ্ছনা-বঞ্চনার কাছে বাংলা কখনো মাথা নত করেনি, কারণ এই মাটি বীর যোদ্ধাদের মাটি। এই মাটি কখনো বশ্যতা স্বীকার করবে না, কখনো চাটুকারিতা করবে না’ বলেও অভিষেক বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেন।