দর্পণ ডেস্ক : ভারতের পণ্য রপ্তানির ক্ষেত্রে অগ্রাধিকারমূলক বাজার সুবিধা বা জিএসপি প্রত্যাহার করে নিতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কংগ্রেসকে লেখা এক চিঠিতে তিনি বলেছেন, ভারতের বাজারে মার্কিন পণ্যের যৌক্তিক প্রবেশাধিকার নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে দিল্লি।

ভারতীয় গণমাধ্যমের খবর অনুসারে, বর্তমানে এই সুবিধার আওতায় বছরে ৫৬০ ডলারের পণ্য বিনাশূল্কে আমেরিকায় রপ্তানি করছে ভারত।

এমন সময় প্রেসিডেন্ট ট্রাম্প এই পদক্ষেপ নিতে যাচ্ছেন যখন চীনের সঙ্গে বাণিজ্য যুদ্ধের অবসান ঘটানোর চেষ্টায় আছে আমেরিকা। জেনারেলাইজড সিস্টেম অব প্রিফারেন্সেস বা জিএসপির আওতায় তালিকাভুক্ত উন্নয়নশীল দেশগুলোর কিছু নির্দিষ্ট পণ্য বিনাশূল্কে মার্কিন বাজারে প্রবেশাধিকার পায়।

এই সুবিধা পাওয়ার জন্য কিছু শর্ত ঠিক করে দেয় মার্কিন কংগ্রেস। পণ্যের মেধাস্বত্ত্ব নিশ্চিত করা এবং মার্কিন পণ্যের ক্ষেত্রেও ন্যায্য ও যৌক্তিক প্রবেশাধিকারের মত বিষয় থাকে এসব শর্তের মধ্যে। যুক্তরাষ্ট্র মনে করছে, ভারত নির্ধারিত সব শর্ত পূরণ করতে পারছে না।

ভারতের বেসরকারি টেলিভিশন চ্যানেল এনডিটিভি বলছে, মার্কিন জিএসপি থেকে বিশ্বে যে দেশগুলো সবচেয়ে বেশি সুবিধা পায়, ভারত তার একটি।