গোফরান পলাশ, পটুয়াখালী: পটুয়াখালীর ৭ উপজেলায় আসন্ন ৩১ মার্চ অনুষ্ঠিতব্য চতুর্থ ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে ক্ষমতাসীন দল আওয়ামীলীগের উপজেলা চেয়ারম্যান পদে নৌকা প্রতীকের দলীয় মনোনয়ন চূড়ান্ত করা হয়েছে। ভাইস চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন না থাকায় দলের একাধিক প্রার্থী পুরুষ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতায় অংশ নিচ্ছেন। এছাড়া চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন চূড়ান্ত করার পরও দলের বিদ্রোহী প্রার্থীরা নির্বাচনে অংশ নিচ্ছেন।
এর আগে পহেলা মার্চ শুক্রবার গনভবনে প্রধান মন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মনোনয়নন বোর্ডের সভায় পটুয়াখালীর ৭ উপজেলায় দলীয় প্রার্থী চূড়ান্ত করা হয়। এরপর কেন্দ্রীয় আওয়ামীলীগের দপ্ত্র সম্পাদক আবদুল সোবাহান গোলাপ সাংবাদিকদের ব্রিফ করেন।
উপজেলা চেয়ারম্যান পদে দলের মনোনয়ন পাওয়া প্রার্থীরা হচ্ছেন পটুয়াখালী সদর উপজেলায় জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট গোলাম সরোয়ার। দুমকি উপজেলায় কৃষকলীগের সাবেক সাধারন সম্পাদক অ্যাডভোকেট হারুন-অর-রশীদ হাওলাদার। মির্জাগঞ্জে আওয়ামীলীগের আহ্বায়ক আতাহার উদ্দীন গাজী। গলাচিপায় উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শাহীন শাহ। কলাপাড়ায় উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মুক্তিযোদ্ধা এসএম রাকিবুল আহসান, দশমিনায় উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবদুল আজিজ এবং বাউফলে উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আবদুল মোতালেব হাওলাদার।
এদিকে দলের মনোনয়ন পাওয়া এসব প্রার্থীরা ৪ মার্চ সোমবার স্ব স্ব রিটার্নিং কর্মকর্তার কাছে উৎসবমুখর পরিবেশে তাদের মনোনয়ন পত্র দাখিল করেছেন। পাশাপাশি দলের বিদ্রোহী প্রার্থীরাও তাদের মনোনয়ন পত্র দাখিল করেছেন। তবে উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে আওয়ামীলীগ ও এর সহযোগী সংগঠনের নেতা কর্মীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করলেও বিএনপি, ইসলামী শাসনতন্দ্র আন্দোলন, বাম গনতান্ত্রিক জোট সহ অন্য রাজনৈতিক দল গুলো উপজেলা পরিষদ নির্বাচনে অংশ না নেয়ায় সাধারন ভোটারদের মধ্যে এর তেমন কোন প্রভাব পড়েনি।