দর্পণ ডেস্ক : পরমাণু সমঝোতা বাস্তবায়নের ক্ষেত্রে ইরান ইউরোপীয় দেশগুলোর অপেক্ষায় বসে থাকবে না বলে দৃঢ় সংকল্প ব্যক্ত করেছেন পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ। তিনি আইআরআইবি’কে দেয়া এক সাক্ষাৎকারে একথাও বলেছেন, ইউরোপীয়দেরকে পরমাণু সমঝোতায় দেয়া প্রতিশ্রুতি পূরণ করতে হবে।

ফ্রান্সে ইরানের ইসলামি সরকার বিরোধী সন্ত্রাসী গোষ্ঠী মোনাফেকিনের প্রধানের উপস্থিতি সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে জারিফ বলেন, সম্প্রতি মোনাফেকিন গোষ্ঠীর প্রধান ফরাসি পার্লামেন্টের একটি কমিশনের বৈঠকে অংশগ্রহণ করেছেন। তিনি বলেন, ফ্রান্সে এই সন্ত্রাসী গোষ্ঠীর নেতাদের উপস্থিতির ব্যাপারে তেহরান সব সময়ই প্রতিবাদ জানিয়ে এসেছে।
ইউরোপ ও আমেরিকার বহু পদস্থ কর্মকর্তা মোনাফেনিক গোষ্ঠীর কাছ থেকে মাসোহারা গ্রহণ করেন বলে জানান মোহাম্মাদ জাওয়াদ জারিফ। তিনি বলেন, মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন তার ট্যাক্স রিটার্নে ঘোষণা করেছেন, তিনি মোনাফেকিন গোষ্ঠীর কাছ থেকে অর্থ নিয়েছেন।

হল্যান্ড সরকারের পক্ষ থেকে তেহরান থেকে তার রাষ্ট্রদূতকে ডেকে পাঠানোর ব্যাপারে এক প্রশ্নের উত্তরে জারিফ বলেন, ডাচ সরকার অন্যায়ভাবে ইরানি কূটনীতিকদের বহিষ্কার করার পর ইরানও তেহরান থেকে দু’জন ডাচ কূটনীতিককে বহিষ্কার করে। এরপর এ ব্যাপারে পরামর্শ করার জন্য হল্যান্ড তার রাষ্ট্রদূতকে ডেকে পাঠিয়েছে।