দর্পণ ডেস্ক : পাকিস্তানে ভারতীয় বিমান বাহিনীর হামলায় নিহতের প্রকৃত সংখ্যা কত তা জানতে চেয়েছেন প্রধান বিরোধী দল কংগ্রেসের সিনিয়র নেতা ও মধ্য প্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী দিগ্বিজয় সিং।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্দেশ্যে প্রশ্ন ছুঁড়ে আজ (মঙ্গলবার) সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে দিগ্বিজয় সিং লিখেছেন, ‘প্রধানমন্ত্রীজি আপনার সরকারের কয়েকজন মন্ত্রী বলেছেন ৩০০ সন্ত্রাসী নিহত হয়েছে। বিজেপির সভাপতি বলছেন, ২৫০ জন মারা গেছে, যোগি আদিত্যনাথ বলেছেন ৪০০ জন নিহত হয়েছে। এবং আপনার মন্ত্রী এস এস আহলুওয়ালিয়া বলেছেন যে, কেউ মারা যায়নি। আপনি এই বিষয়ে নীরব রয়েছেন। দেশ জানতে চাচ্ছে এর মধ্যে মিথ্যাবাদী কে?’
দিগ্বিজয় সিং বলেন, ‘মোদিজি প্রশ্ন রাজনীতি বা ক্ষমতার জন্য নয়। প্রশ্ন যে বোন তার ভাইকে হারিয়েছে, প্রশ্ন সেই মায়ের যার প্রিয় সন্তান শহীদ হয়েছে, প্রশ্ন সেই বীরাঙ্গনার যে তাঁর স্বামীকে হারিয়েছে। এঁদের প্রশ্নের জবাব আপনি কবে দেবেন?’
দিগ্বিজয় বলেন, ‘আমাদের সেনাবাহিনীর বীরত্বের উপরে আমরা গর্বিত এবং তাদের উপরে সম্পূর্ণ বিশ্বাস রয়েছে। সেনাবাহিনীতে, আমি আমার অনেক পরিচিত ও ঘনিষ্ঠজনের আত্মীয়কে দেখেছি কিভাবে তারা নিজ পরিবার ছেড়ে আমাদের নিরাপত্তা প্রদান করে। আমরা তাদের সম্মান করে থাকি। কিন্তু পুলওয়ামা দুর্ঘটনার পর, আমাদের বিমান বাহিনীর দ্বারা (পাকিস্তানে) হামলা চালানোর পরে, কিছু বিদেশি প্রচার মাধ্যমে সন্দেহ সৃষ্টি করা হচ্ছে, যাতে আমাদের ভারত সরকারের বিশ্বাসযোগ্যতা প্রশ্নবিদ্ধ হচ্ছে।’
বিমান হামলা নিয়ে রাজনীতির অভিযোগ প্রসঙ্গে দিগ্বিজয় সিং বলেন, ‘আপনি, আপনাদের সিনিয়র নেতা ও আপনার দল সেনাবাহিনীর সাফল্যকে যেভাবে বিজেপি কেবল নিজেদের সফলতা বলে প্রমাণ করে নির্বাচনি ইস্যু করার চেষ্টা করছে তা আমাদের দেশের সাহসী নিরাপত্তা বাহিনীর বীরত্ব ও উৎসর্গকে অপমান। দেশের প্রত্যেক নাগরিক ভারতীয় সেনা ও সমস্ত নিরাপত্তা কর্মীকে সম্মান জানায়।’
দিগ্বিজয় সিং এর আগে বিমান হামলায় ক্ষয়ক্ষতির প্রমাণ চাইলে বিজেপি তার তীব্র বিরোধিতা করে বিভিন্নস্থানে কুশপুতুল পুড়িয়েছে।