কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি:: পটুয়াখালীর কলাপাড়ায় উপজেলা চেয়ারম্যান পদে দুই জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। এদের মধ্যে রয়েছেন নৌকা প্রতীকের মনোনীত প্রার্থী মুক্তিযোদ্ধা এসএম রাকিবুল আহসান এবং স্বতন্ত্র প্রার্থী কৃষকলীগ নেতা সৈয়দ আখতারুজ্জামান কোক্কা।
ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন যুবলীগ নেতা বর্তমান ভাইস চেয়ারম্যান মোস্তফা কামাল, আওয়ামী লীগ কলাপাড়া উপজেলার সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল ইসলাম, উপজেলা যুবলীগের সভাপতি শফিকুল আলম বাবুল।

মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন উম্মে তামিমা বিথী, শাহীনা পারভীন সীমা, লাইজু হেলেন লাকী। মনোনয়নপত্র জমা দেয়াকে কেন্দ্র করে সোমবার সকালে আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে বিশেষ দোয়া মোনাজাতের আয়োজন করা হয়।

পটুয়াখালী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাজী মো. আলমগীর হোসেন, কলাপাড়া পৌরসভার মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, কুয়াকাটা পৌরসভার মেয়র আব্দুল বারেক মোল্লা, সিনিয়র সহ-সভাপতি সুলতান মাহমুদ সহ মূল দল ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের শত শত নেতাকর্মী এতে অংশ নেন। নির্বাচনকে ঘিরে আওয়ামী লীগ দলীয় নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।