দর্পণ ডেস্ক : গত বছরের নভেম্বরে বিয়ে করেছেন রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন। খবরটি পুরোনো হলেও তারা দুজনেই তাদের প্রতিটা দিনকেই নতুন করেই ধরে রাখেন। অফস্ক্রিনে তাদের কেমিস্ট্রির খবর তো সবাই জানেন। অনস্ক্রিনেও তারা বেশ জনপ্রিয়।

সম্প্রতি রণবীর সিংকে এক টক শোতে প্রকাশ্যেই একটি প্রশ্ন করা হয়েছিল। প্রশ্নটি ছিল স্ত্রী দীপিকার প্রাক্তন প্রেমিক বলিউডের আরেক ষ্টার রণভীর কাপুর প্রসঙ্গে। প্রশ্নটি ছিল, ‘স্ত্রী প্রাক্তন প্রেমিকের সঙ্গে কাজ করলে কি খারাপ লাগবে কি রণবীরের এবং তাকে নিয়ে নিরাপত্তার অভাব বোধ করেন কি?।’

এড়িয়ে না গিয়ে সোজাসাপ্টা উত্তর দিয়েছেন রণবীর সিং। রণবীর বলেছেন, আমাকে দেখে কি ইনসিকিওর মনে হয়? আমি কিন্তু একেবারেই ওরকম নই। আমি কে, আমি কী, এ ব্যাপারে আমি অত্যন্ত সিকিওর। আমি জানি, দীপিকাকে আমি যেভাবে ভালোবাসি তেমনটা আর কেউ পারবে না।
তবে বিয়ের পর সংসারে অনেক বেশি মন দিয়েছেন দীপিকা। সংসার সামলিয়ে অনেকটা বেছে বেছেই কাজ করছেন দীপিকা।