দর্পণ ডেস্ক : পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মিরে ভূপাতিত হওয়া ভারতীয় মিগ-২১ যুদ্ধবিমানের আটক বৈমানিক উইং কমান্ডার অভিনন্দন বর্তমানকে আজ(শুক্রবার) মুক্তি দিয়ে ভারতের কাছে হস্তান্তর করা হয়েছে।

ওয়াগা সীমান্তে তাকে ভারতের কাছে হস্তান্তর করা হয়। অভিনন্দন পাক ভূখণ্ড থেকে ভারতে পা রাখার পর সেখানে সমবেত ভারতীয় জনতা উল্লাসে ফেটে পড়ে। স্থানীয় সময় ৫-৪৫ মিনিটে তিনি ভারতে প্রবেশ করেন। ভারতের কাছে তুলে দেয়ার আগে তার স্বাস্থ্য পরীক্ষা করেছে পাকিস্তান। ভারতীয় বিমান বাহিনীর শীর্ষস্থানীয় কর্মকর্তারা অভিনন্দনকে গ্রহণ করেন। পাকিস্তান থেকে মুক্তি পাওয়া অভিনন্দনকে স্বাগত জানাতে এয়ার ভাইস মার্শাল আর জি কে কপুরও সীমান্তে উপস্থিত হয়েছিলেন।

এদিকে, আজ সকালে অভিনন্দনকে প্রথমে ইসলামাবাদ থেকে লাহোরে সড়ক পথে নিয়ে আসা হয়। আর অভিনন্দনকে স্বাগত জানাতে আজ ভোর থেকেই ওয়াগা-আতারি সীমান্তের ভারতীয় এলাকায় সমবেত হয়েছে কয়েকশ মানুষ। অভিনন্দনের বাবা সাবেক এয়ার মার্শাল এস বর্তমান এবং মা শোভা বর্তমানও আগেই সীমান্তে পৌঁছে গিয়েছিলেন।

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান গতকাল ঘোষণা করেছিলেন, শুভেচ্ছার নিদর্শন হিসেবে অভিনন্দনকে মুক্তি দেয়া হবে। কখন তাকে ফিরিয়ে দেয়া হবে তা নিয়ে ভারতে ব্যাপক জল্পনা-কল্পনা চলছিল। তবে অভিনন্দন ভারতের মাটিতে পা রাখার মধ্য দিয়ে সে সব জল্পনার অবসান ঘটে।

এদিকে, আটক থাকা অবস্থায় প্রকাশিত এক ভিডিওতে দেখা গেছে অভিনন্দন বলছেন, ‘পাকিস্তানি সেনাবাহিনী আমার সঙ্গে ভালো আচরণ করেছে।’ ভারতে ফিরে গেলেও তার এ কথার পরিবর্তন হবে না বলে জানিয়েছিলেন তিনি।

মঙ্গলবার পাকিস্তানের ভূখণ্ডে হামলা চালাতে গেলে বিমান যুদ্ধে ভারতীয় বিমান বাহিনীর মিগ-২১ বিমান বিধ্বস্ত হয়ে আটক হন অভিনন্দন। এ ঘটনার পর ব্রিটেনের রাষ্ট্রীয় অর্থে পরিচালিত প্রচার মাধ্যম বিবিসির খবরে বলা হয়, অভিনন্দন আটক হওয়ার সামাজিক মাধ্যমে ভারতীয়দের উল্লাস একেবারে থিতিয়ে যায়। সে সময় তারা অভিনন্দনকে মুক্তির আহ্বান জানাতে থাকেন।