দর্পণ ডেস্ক : লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ বলেছে, মার্কিন সরকারকে খুশি করতেই সংগঠনটিকে সন্ত্রাসী তালিকায় যুক্ত করা হয়েছে। হিজবুল্লাহ এক বিবৃতিতে এ কথা বলেছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, লেবাননের বৃহত্তম রাজনৈতিক শক্তি ও জনপ্রিয় দল হিজবুল্লাহকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করে ব্রিটেন লেবাননি জনগণকে অপমান করেছে।
লেবাননের সর্বশেষ সংসদ নির্বাচনেও হিজবুল্লাহর নেতৃত্বাধীন জোট এককভাবে সবচেয়ে বেশি আসন পেয়েছে এবং দেশটির তিনটি মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছে এই সংগঠন। কিন্তু গত সোমবার ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী সাজিদ জাভিদ হিজবুল্লাহকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেছেন।
হিজবুল্লাহ’র বিবৃতিতে আরও বলা হয়েছে, ব্রিটেন এই পদক্ষেপের মাধ্যমে লেবাননের জনগণের চিন্তা-চেতনা ও অনুভূতিতে আঘাত হেনেছে। তারা হিজবুল্লাহকে যে অপবাদ দিয়েছে তা বিশ্বের কেউ বিশ্বাস করবে না, কেউ ধোঁকায় পড়বে না। হিজবুল্লাহ সব সময় তাকফিরি সন্ত্রাসবাদ ও ইহুদিবাদী ইসরাইলের দখলদারিত্বের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করে যাবে বলেও এতে উল্লেখ করা হয়েছে।
হিজবুল্লাহ বলেছে, ব্রিটেন নিজেই সন্ত্রাসবাদকে সমর্থন দেয়। সন্ত্রাসবাদী রাষ্ট্র অন্য কোনো সংগঠনকে সন্ত্রাসী হিসেবে অভিযুক্ত করার অধিকার রাখে না।