দর্পণ ডেস্ক : সৌদি আরবের কাছে পরমাণু প্রযুক্তি বিক্রি সিদ্ধান্তের মধ্য দিয়ে দেশটিকে আমেরিকা পরমাণু বোমা তৈরির অবকাশ সৃষ্টি করে দিচ্ছে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন মার্কিন গোয়েন্দা সংক্রান্ত সাবেক ভাষাবিদ স্কট রিকার্ড।

ইরানের ইংরেজি নিউজ চ্যানেল প্রেসটিভিকে আজ(শুক্রবার) দেয়া সাক্ষাৎকারে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি। তিনি আরো বলেন, পশ্চিম এশিয়ার মিত্রদের আমেরিকা অব্যাহত ভাবে পরমাণু প্রযুক্তির যোগান দিয়ে চলেছে।

সৌদি আরবকে বিদ্যুৎ-উৎপাদন বিষয়ক পরমাণু কর্মসূচির যোগান আমেরিকা দিচ্ছে এতে দেশটি পরমাণু বোমা তৈরির অবকাশ পেতে পারে বলে হুশিয়ারি উচ্চারণ করেন তিনি।

এদিকে, সিএসইউ সান বার্নারডিনো বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের অধ্যাপক ডেভিড ইয়াগোবিয়ান প্রেসটিভিকে বলেছেন, সৌদি আরবের কাছে পরমাণু প্রযুক্তি বিক্রি করতে চলেছে আমেরিকা। অথচ গোটা পশ্চিম এশিয়ার সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে অব্যাহত ভাবে মদদ যুগিয়ে চলেছে রিয়াদ।