পটুয়াখালী পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ও জেলা চেম্বার অব কমার্সের সভাপতি মহিউদ্দিন আহম্মদ বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন।
তিনি জগ প্রতীক নিয়ে ২১টি কেন্দ্রে মোট ভোট পেয়েছেন ১৮ হাজার ৩২৬। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের নৌকা প্রতীকের কাজী আলমগীর হোসেন পেয়েছেন ২ হাজার ৯৮৫ ভোট। নির্বাচন সংশ্লিষ্ট একটি দায়িত্বশীল সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
এর আগে সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকাল ৪টা পর্যন্ত। এ নির্বাচনে মেয়র পদে ৫ জন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৩ জন এবং কাউন্সিলর পদে ৪৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।