দর্পণ ডেস্ক : সিরিয়ায় ইরানের ভূমিকা নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনা করেছেন ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এ আলোচনায় সিরিয়াকে এস-৩০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করা নিয়েও কথা বলেছেন নেতানিয়াহু।

সিরিয়ার আকাশে রাশিয়ার একটি গোয়েন্দা বিমান ধ্বংস করা নিয়ে যখন মস্কো ও তেল আবিবের মধ্যে টানাপড়েন চলছে তখন নেতানিয়াহু রাশিয়া সফর করছেন। বিমান ধ্বংস করার জন্য ইসরাইলকে দোষারোপ করেছে রাশিয়া।

গতকাল বৈঠকের সময় নেতানিয়াহু আবারো সিরিয়ায় সন্ত্রাস-বিরোধী অভিযানে ইরানের অংশ নেয়া থেকে বিরত থাকার আহ্বান জানান। তিনি বলেন, ইরান ফিরে না গেলে সিরিয়ায় ইরানি অবস্থানে হামলা অব্যাহত থাকবে। ইসরাইলের ইংরেজি ভাষার সংবাদপত্র জেরুজালেম পোস্ট এ খবর দিয়েছে।

সিরিয়ায় সন্ত্রাস-বিরোধী অভিযানে ইরান ও রাশিয়া দু দেশই কাজ করছে এবং প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে সমর্থন দিচ্ছে। কিন্তু ইসরাইল ইরানের এ ভূমিকাকে নিজের জন্য হুমকি মনে করছে। তেল আবিব প্রকাশ্যে বলেছে, তারা সিরিয়ায় ইরানি অবস্থানে হামলা অব্যাহত রাখবে।