দর্পণ ডেস্ক : পাকিস্তানে আটক ভারতীয় পাইলট অভিনন্দনকে আগামীকাল (শুক্রবার) ছেড়ে দেওয়া হবে। আজ জাতীয় সংসদে এ কথা বলেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।
তিনি বলেছেন, শান্তির বার্তা দিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকাল পাকিস্তানের হামলায় ভূপাতিত ভারতীয় মিগ-২১ এর পাইলট অভিনন্দনকে আটকের কয়েকটি ভিডিও ক্লিপ সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। পাকিস্তানের পক্ষ থেকে ভিডিও ক্লিপ প্রকাশ করার পর ভারত ওই পাইলটের মুক্তি দাবি করেছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী আজ সংসদে এ বিষয়ে বলেন, শান্তির বার্তা হিসেবে আমরা তাকে ছেড়ে দেব। আমরা উত্তেজনা বাড়াতে চাই না। ইমরান খান গতকাল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ফোনে কথা বলার চেষ্টা করেছেন বলেও সংসদকে জানিয়েছেন।
গতকাল (বুধবার) পাকিস্তানের আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) প্রকাশিত এক মিনিট ১৯ সেকেন্ডের এক ভিডিওতে দেখা যায়, আটক ওই পাইলট চা পান করছেন আর নিজের নাম-পরিচয় দিয়ে বিভিন্ন বিষয়ে কথা বলছেন।
ভিডিওতে ভারতের এই উইং কমান্ডার বলেন, ‘ক্যাপ্টেন (পাকিস্তানের) আমাকে ভিড় ও সৈন্যদের হাত থেকে উদ্ধার করে। আমি আশা করি আমার দেশের সেনাবাহিনীও এসে আমাকে এভাবে উদ্ধার করবে।