আটক দুই ভারতীয় পাইলটের মধ্যে একজনের ছবি প্রকাশ করেছে ইসলামাবাদ।
পাকিস্তান সেনাবাহিনীর হাতে আটক ভারতীয় এক পাইলটের ভিডিও প্রকাশ করেছে পাকিস্তান। পরে অবশ্য তা মুছে দেয়া হয়েছে, ততক্ষণে তা সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে দেশটির গণমাধ্যমসহ আন্তর্জাতিক একাধিক গণমাধ্যমে ভিডিওটি পাওয়া যাচ্ছে।
সংবাদ মাধ্যম বিবিসি এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করে। ভিডিওতে দেখা যায় চোখবাঁধা এবং মুখে রক্তমাখা অবস্থায় ভারতীয় ওই পাইলট নিজেকে উইং কমান্ডার অভিনন্দন হিসেবে পরিচয় দেন।
ভারতীয় পাইলট বলেন, ‘আমার নাম উইং কমান্ডার অভিনন্দন। আমার সার্ভিস নম্বর ২৭৯৮১। আমি একজন ফ্লাইং পাইলট। আমার ধর্ম হচ্ছে হিন্দু।’
তারপর তাকে প্রশ্ন করা হয়, ‘আর কোনো তথ্য?’
আটক পাইলট বলেন, ‘দুঃখিত আমার এতটুকুই বলা উচিত।’
উত্তরে বলা হয়, ‘ঠিক আছে।’
আটক পাইলট আবার বলেন, ‘আমি কি একটা তথ্য পেতে পারি? আমি কি পাকিস্তানি আর্মির কাছে আছি?’
পাকিস্তানের তথ্য মন্ত্রণালয় টুইট বার্তায় জানিয়েছে, ওই পাইলট ভূপাতিত ভারতীয় দুটি বিমানের একটিতে ছিলেন। এর আগে পাকিস্তান দাবি করে, তারা দুটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করেছে। তাদের দাবি, হতাহতের ঘটনা এড়াতে বেসামরিক একটি টার্গেটে হামলা করা হয়েছে।
পাকিস্তানের মেজর জেনারেল আসিফ গফুর এক টুইট বার্তায় জানান, একজন ভারতীয় পাইলট ধরা পড়েছে তার বাহিনীর কাছে।
বুধবার প্রেস ব্রিফিংয়ে পাকিস্তানের মেজর জেনারেল আসিফ গফুর বলেন, ‘মঙ্গলবার আমাদের ভূখণ্ডে ভারতীয় হামলার বিপরীতে এমন জবাব দেওয়া ছাড়া আসলে কোনো উপায় ছিল না। আমরা ভারতীয় সামরিক স্থাপনায় হামলা করছি না কারণ আমরা যুদ্ধের পথে যেতে চাই না।’
প্রসঙ্গত, বুধবারই ইমরান খান পরমাণু অস্ত্র নিয়ে বৈঠকে বসেন বলে জানা যায়। ন্যাশনাল কমান্ড অথরিটির বৈঠক ডাকা হয়েছে ইসলামাবাদে। যেখানে পরমাণু অস্ত্র সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা চলে বলে সূত্রের খবর।
https://youtu.be/D4_x-gwBpeY