ছবি: সংগৃহীত।
গুলি করে ভারতের দুই জেট বিমান ভূপাতিত করেছে পাকিস্তান। পাকিস্তানের এমন দাবিকে প্রত্যাখান করে ভারত জানায়, পাকিস্তানের হামলা নয়, পাইলটদের ভুলে বিমান দুর্ঘটনা ঘটেছে। খবর এনডিটিভির।

পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র আসিফ গাফুর জানান, বুধবার পাকিস্তান সীমান্তে প্রবেশ করেছে এমন দুইটি ভারতীয় যুদ্ধ বিমান ভূপাতিত করেছে পাকিস্তানের সেনা বাহিনী। এছাড়া এসময় একজন পাইলটকে আটক করা হয়েছে।

তবে ভারতের দাবি পাকিস্তান বাহিনীর হামলা নয়, পাইলটদের ভুলে দুর্ঘটনা ঘটেছে।

অন্যদিকে আল-জাজিরার খবরে বলা হয়েছে, পাকিস্তানের একাধিক বিমানবন্দর আক্রমণের শিকার হয়েছে, তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

অন্যদিকে জম্মু, কাশ্মীরসহ শ্রীনগরের সকল বিমান বন্দর অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে ভারত। এছাড়া সীমান্ত জুড়ে জারি করা হয়েছে রেড এলার্ট।