দর্পণ ডেস্ক : ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পুলাওয়ামায় বিচ্ছিন্নতাবাদীদের হামলায় নিহত সেনাদের পরিবারকে ১৫ কোটি রুপি সাহায্য করেছেন বলিউডের বাদশা শাহরুখ খান। আর এই খবরের পরই সোশ্যাল মিডিয়ায় শাহরুখের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন অনেকেই। তাকে আক্রমণ করা হয়। ভারতের কংগ্রেস নেতা সালমান নিজামি এক টুইটবার্তায় জানান, পুলওয়ামায় নিহত সেনাদের পরিবারের জন্য শাহরুখ ১৫ কোটি রুপি সাহায্য করেছেন। তবে শাহরুখ চেয়েছেন বিষয়টি কাউকে না জানাতে। তিনি বিষয়টির প্রচারণা চান না। তবে এ বিষয়ে শাহরুখ খানের পক্ষ থেকে কোনো বিবৃতি না এলেও তার এক ভক্ত একটি ভিডিও পোষ্ট করেছেন। ভিডিওতে শাহরুখ বলেছিলেন, যারা আমার দেশভক্তি নিয়ে প্রশ্ন তোলেন তাদের কথার উত্তর দেওয়ার তিনি প্রয়োজন বোধ করেন না।
আমি দেশকে ভালোবাসি সেটা জাহির করার দরকার নেই। প্রসঙ্গত, গত ১৪ ফেব্রুয়ারি ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পুলাওয়ামা বিচ্ছিন্নতাবাদীদের হামলায় ৪৪ ভারতীয় সেনা নিহত হন। এ ঘটনায় ভারত ও পাকিস্তান সম্পর্কে চরম উত্তেজনা বিরাজ করছে।