দর্পণ ডেস্ক : ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের সভাপতি রাহুল গান্ধী বলেছেন, কংগ্রেস ক্ষমতায় এলে অসমকে বিশেষ মর্যাদা দেয়া হবে। তিনি আজ (মঙ্গলবার) অসমের গুয়াহাটিতে এক জনসমাবেশে ভাষণ দেয়ার সময় ওই মন্তব্য করেন।
তিনি বলেন, ‘কংগ্রেস অসমকে বিশেষ রাজ্যের মর্যাদা দিয়েছিল, কিন্তু মোদি সরকার ক্ষমতায় আসার পরে তা ছিনিয়ে নেয়া হয়েছে।’
রাহুল বলেন, ‘দেশে দুই ধরণের মতাদর্শের লড়াই আছে। একটি লড়াই আরএসএস মতাদর্শের অন্যটি কংগ্রেস মতাদর্শের। আরএসএসের মতাদর্শ হল বিদ্বেষ ছড়ানো। এই মতাদর্শে বিজেপি পূর্বোত্তরকে জ্বলন্ত করে রেখেছে। আপনারা বছরের পর বছর ধরে ভালোবাসার সঙ্গে বাস করছিলেন, কিন্তু বিজেপি সরকার ক্ষমতায় আসার পর পূর্বোত্তরে নিজেদের মতাদর্শ ও সংস্কৃতিকে নষ্ট করতে চাচ্ছে। মোহন ভাগবত ও নরেন্দ্র মোদি শুনে রাখুন আমরা পূর্বোত্তরে ভাষা ও সংস্কৃতি রক্ষার কাজ করব।’
তিনি বলেন, ‘যে বিলের কারণে উত্তর-পূর্ব জ্বলছে, কংগ্রেস এটি বন্ধ করার কাজ করেছে। আমরা সবাইকে নিয়ে চলতে চাই। যদিও বিজেপি নাগপুর থেকে দেশ পরিচালনা করতে চায়, যা আরএসএসের সদর দফতর। তারা একটি মতাদর্শ দিয়ে দেশ চালাতে চায়।’
রাহুল বলেন, ‘আমরা যে প্রতিশ্রুতি দিই তা পালন করি। নরেন্দ্র মোদির মতো মিথ্যে প্রতিশ্রুতি দিই না। আমরা দেশের কৃষকদের সামনে যে প্রতিশ্রুতি দিয়েছিলাম তা পূরণ করেছি।’
রাহুল গান্ধী আজ ভাষণের শুরুতে সম্প্রতি পুলওয়ামায় সন্ত্রাসী হামলায় নিহত জওয়ান ও অসমে বিষ মদ পান করে মৃতদের উদ্দেশ্য শোক ব্যক্ত করেন।