স্বপন বিশ্বাস, শালিখা(মাগুরা) প্রতিনিধিঃ শালিখায় উপজেলা পরিষদ নির্বাচনে গতকাল শেষ দিন পর্যন্ত ৩ পদে ১৬ জনের মনোনয়ন পত্র জমা হয়েছে।

উপজেলা নির্বাচন অফিসার অমিত কুমার দাস জানান, উপজেলা চেয়ারম্যান পদে ৫ জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন। তারা হলেন, আওয়ামীলীগের মনোনয়ন প্রাপ্ত এ্যাড শ্যামল কুমার দে, স্বতন্ত্র প্রার্থী আওয়ামীলীগ নেতা এ্যাড কামাল হোসেন, আওয়ামীলীগ নেতা মোজাম্মেল হোসেন, সাবেক চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা আব্দুল হালিম মোল্যা, আওয়ামীলীগ নেতা আমিনুর রহমান বিশ্বাস। ভাইচ চেয়ারম্যান পদে ৭জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন। এরা হল যুবলীগ নেতা রেজাউল বিশ্বাস, সাংবাদিক কামরুল মোল্যা, আওয়ামীলীগ নেতা ইলিয়াচুর রহমান, আওয়ামীলীগ নেতা হোসেন আলী চুকদার, সাবেক ছাত্রলীগ নেতা সাব্বির হোসেন বিপ্লব, যুবলীগ নেতা আবু হানিফ মুন্সী, যুবলীগ নেতা সাইদুল বিশ্বাস সেন্টু। মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন। তারা হলেন আমেনা খাতুন, জেসমিন আক্তার সাবানা, মাহমুদা খাতুন ও নার্গিস আক্তার।