দর্পণ ডেস্ক : সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন,
(বিএনপি) শুধু নালিশই করতে পারে। আর সব বিষয়ে নাক গলায়। নালিশ করাই বিএনপির রাজনীতি।’ গতকাল সোমবার বিকেলে রাজধানীর ফার্মগেটে ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট-এমআরটি লাইন-৬ বা মেট্রো রেল প্রকল্পের উত্তরা-আগারগাঁও অংশে স্টিল স্ক্রু পাইল ড্রাইভিংকাজের উদ্বোধনের পর তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। এর আগে উত্তরা-আগারগাঁও অংশে মেট্রো রেল প্রকল্পের অগ্রগতি পরিদর্শন করেন সড়কমন্ত্রী। ওই সময় মেট্রো রেল প্রকল্পের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
চকবাজার ট্র্যাজেডি নিয়ে ওবায়দুল কাদের বলেন, সরকারের কাজ সরকার করে যাচ্ছে। সরকার দায় এড়াতে পারে না বলেই প্রধানমন্ত্রীর নির্দেশে গোডাউন সরানোর কাজ শুরু হয়েছে।
এটা নিয়ে দেশ-বিদেশে কোথাও সমালোচনা নেই। কিন্তু বিএনপি নেতারা সব বিষয়ে নাক গলান। বিএনপির উচিত, এত স্বচ্ছভাবে বিচার কার্যক্রম সম্পন্ন করার জন্য সরকারকে ধন্যবাদ দেওয়া। কিন্তু বিএনপির মধ্যে সেই সংস্কৃতি নেই, তারা শুধু নালিশই করতে জানে।’