দর্পণ ডেস্ক : টি-২০ ইতিহাসে প্রথমবার টানা চার বলে ৪ উইকেট নেয়ার কীর্তি গড়লেন রশিদ খান। সব ধরনের ক্রিকেট মিলিয়ে মালিঙ্গার পরই রশিদ খান।

রেকর্ডটা আগে গড়েছেন লংকান তারকা পেসার লাসিথ মালিঙ্গা। তাও বিশ্বকাপের আসরে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডেতে দুর্দান্ত এক ওভারে তাদের ধসিয়ে দিয়েছিলেন তিনি। পর পর চার বলে ৪ উইকেট নিয়েছিলেন মালিঙ্গা। এবার আবার তা করে দেখালেন আফগান রিস্ট স্পিনার রশিদ খান।

সেবার ইনিংসের শেষ দিকে মালিঙ্গার টানা চার বলে শন পোলক, অ্যান্ড্রু হল, জ্যাক ক্যালিস ও মাখায়া এনটিনি সাজঘরে ফেরেন। তবে তার দল সেবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডের সেই ম্যাচে জিততে পারেনি। রশিদ খান অবশ্য এবার দলকে জিতিয়েই মাঠ ছেড়েছেন। তিনি দুর্দান্ত এই কীর্তি গড়েছেন টি-২০ ফরম্যাটে আয়ারল্যান্ডের বিপক্ষে।

সিরিজের শেষ টি-২০ ম্যাচে আফগানদের দেয়া ২১০ রানের জবাবে লক্ষ্যের দিকে ছুটছিল আয়ারল্যান্ড। কিন্তু রশিদ খানের ওভার তখনও বাকি! টি-২০ ফরম্যাটে শেষ দিকে বল করে নাম কামিয়েছেন তিনি। আয়ারল্যান্ডের ইনিংসের ১৫ ও ১৭তম ওভারে সেটা আবারও দেখালেন তিনি।

ওভারের শেষ বলে তুলে নিলেন ও’ব্রায়েনকে। এরপর ১৭তম ওভারে এসে রশিদ খান প্রথম দুই বলে তুলে নিলেন জর্জ ডকরেল, শেন গেটকেটকে। হ্যাটট্রিক হয়ে গেল রশিদের। তৃতীয় বলে ফিরলেন সিমি সিং। তিনি ফিরতেই ইতিহাসে নাম উঠে গেল রশিদ খানের।