দর্পণ ডেস্ক : টি২০ ইতিহাস গড়ল আফগানিস্তান। ব্যাট হাতে আইরিশ বোলারদের ওপর রীতিমতো টর্নেডো চালালেন আফগানিস্তানের হজরতউল্লাহ জাজাই। মাত্র ৬২ বলে ১৬টি ছক্কা আর ১১ চারে খেললেন অপরাজিত ১৬২ রানের এক ইনিংস। সেই ইনিংসে ভর করে আফগানিস্তান গড়ল টি২০ ক্রিকেটে সর্বোচ্চ দলীয় ইনিংসের রেকর্ড। নতুন করে লিখল টি২০ ক্রিকেটের আরও বেশকিছু রেকর্ড।
শনিবার দেরাদুনের রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করতে নেমে আফগানিস্তান ৩ উইকেটে তোলে ২৭৮ রান। আন্তর্জাতিক টি২০তে যা কোনো দলের সর্বোচ্চ স্কোর। ২০১৬ সালে পাল্লেকেলেতে শ্রীলংকার বিপক্ষে অস্ট্রেলিয়ার করা ২৬৩ রান ছিল আগের রেকর্ড।
উদ্বোধনী জুটিতে জাজাই ও ওসমান গনির জুটি ১৭ ওভারে তোলে ২৩৬ রান, টি২০তে যে কোনো উইকেটে যা সর্বোচ্চ রানের জুটি। গত জুলাইয়ে হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে অ্যারন ফিঞ্চ ও ডি’আর্চি শর্টের ২২৩ রান ছিল আগের রেকর্ড। সেই ম্যাচে ফিঞ্চ করেছিলেন ১৭২ রান, যেটি আন্তর্জাতিক টি২০তে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। মাত্র ১০ রানের জন্য রেকর্ডটি ছোঁয়া হয়নি জাজাইয়ের।
নিজের ইনিংসে জাজাইয়ের মারা ১৬ ছক্কা আন্তর্জাতিক টি২০তে এক ইনিংসে কোনো ব্যাটসম্যানের সর্বোচ্চ।