দর্পণ ডেস্ক : যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। বাংলা ভাষার জন্য যারা প্রাণ দিয়েছেন সেই শহীদদের বিনম্র শ্রদ্ধায় স্মরণ করেছে জাতি। সারা দেশে মতো আশকোনা হাই স্কুল এন্ড কলেজে পালিত হয়েছে মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে।এ উপলক্ষে বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে অয়োজন করা হয় চিত্রাঙ্কন প্রতিযোগিতা।

১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি পাকিস্তানি শাসকদের রক্তচক্ষু উপেক্ষা করে ১৪৪ ধারা ভেঙে পথে নেমেছিলেন নানা বয়সী মানুষ। বজ্র কণ্ঠে আওয়াজ তুলেছিলেন, ‘রাষ্ট্রভাষা বাংলা চাই।’ ওই মিছিলে পুলিশ হঠাৎ গুলি চালালে সালাম, বরকত, রফিক, শফিক, শফিউর, জব্বারসহ বাংলা মায়ের অকুতোভয় সন্তানদের তাজা রক্তে রঞ্জিত হয় রাজপথ। ভাষার জন্য বাঙালির এ আত্মদানের দিনটিকে ১৯৯৯ সালে ইউনেস্কো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়।