দর্পণ ডেস্ক : ‘কেদারনাথ’ ও ‘সিম্বা’ মাত্র দু’টি ছবিতেই সারা আলি খান বুঝিয়ে দিয়েছেন বলিউডে তার স্থান পাকা। সৌন্দর্য ও অভিনয়ে তরুণ হৃদয়ে ঝড় তুলেছেন সেফ-কন্যা। কিন্তু তার হৃদয়ে কার ঠাঁই? না, কার্তিক আরিয়ান নয়। তার সঙ্গে ডেটে যেতে ইচ্ছুক সারা, এমনটাই শোনা যাচ্ছিল। কিন্তু এক সর্বভারতীয় ওয়েবসাইটের দাবি, কার্তিক নন, সারার হৃদয়ে রয়েছেন অন্য কেউ। ‘কেদারনাথ’ ছবির শুটিংয়ের সময় থেকেই সারার সঙ্গে নাম জড়েয়েছিল ছবির নায়ক সুশান্ত সিংহ রাজপুতের। শোনা যাচ্ছিল, দু’জনের মধ্যে না কি বিশেষ সম্পর্ক গড়ে উঠেছে। কিন্তু তারা দু’জন এ ব্যাপারে কোনো কথা বলেন নি।
ওই প্রতিবেদনের দাবি অনুযায়ী, সুশান্ত না কি গাড়িতে করে সারাকে জিম পর্যন্ত পৌঁছে দেন। কিন্তু গাড়ি থামান সামান্য দূরে, যাতে পাপারাৎজিদের চোখে না পড়ে। যত দিন যাচ্ছে ততই সম্পর্ক গাঢ় হচ্ছে দু’জনের। এমনো সম্ভাবনা রয়েছে, তারা শিগগিরিই নিজেদের সম্পর্কের কথা ঘোষণা করবেন জনসমক্ষে। এখন দেখার, কবে তাদের সম্পর্কের কথা জনসমক্ষে নিয়ে আসেন তারা।

News Editor : Ganash Chanro Howlader. Office: 38-42/2 Distillery Road, 1st floor, Gandaria, Dhaka-1204.