দর্পণ ডেস্ক : ভয়াবহ জঙ্গিহানা কেড়ে নিয়েছে ৪৯ জন সিআরপিএফ জওয়ানের প্রাণ। স্তব্ধ হয়ে পড়েছে শহিদদের পরিবার। যারা দেশের জন্য হাজার প্রতিকূলতা পার করেছেন, কয়েকজন কাপুরুষের জন্য বিনাযুদ্ধে তারা প্রাণ হারিয়েছেন। এই হামলা নিয়ে কী বলছে পাকিস্তান? একটি পাক সংবাদপত্র কাশ্মীরের ঘটনাকে ‘স্বাধীনতার জন্য সংগ্রাম’ বলে আখ্যা দিয়েছে। এমনকি যে আত্মঘাতী জঙ্গি এই ঘটনা ঘটিয়েছে, তাকে ‘বীর’ বলে অভিহিত করা হয়েছে। সংবাদপত্রজুড়ে সেই জইশ জঙ্গিরই জয়গান করা হয়েছে। আর এখবর কানে পৌঁছনোর পর আর চুপ করে বসে থাকতে পারেননি অভিনেত্রী জাহ্নবী কাপুর। এমন একটি স্পর্শকাতর বিষয় নিয়ে উসকানিমূলকভাবে সংবাদ পরিবেশন করায় ওই পাক সংবাদমাধ্যমকে ধিক্কার জানিয়েছেন তিনি।
বিষয়টির তীব্র নিন্দা করে শ্রীদেবীকন্যা ইনস্টাগ্রামে লেখেন, ঘটনায় অনেক মানুষের ক্ষতি হয়েছে। আর সবচেয়ে কষ্টের হল, গোটা ঘটনা অতর্কিতে ঘটেছে। জওয়ানরা পালটা দেওয়ার সুযোগ পর্যন্ত পাননি।