সিংড়া(নাটোর) প্রতিনিধিঃ নাটোরের সিংড়ায় গোটিয়া মহিষমারী গ্রামে শুক্রবার গভীর রাতে কয়েলের আগুন থেকে সুত্রপাত হয়ে পাঁচটি পরিবারের চারটি ঘর সম্পূর্ন পুড়ে গেছে।আংশিক পুড়ে গেছে একটি ঘর।এতে প্রায় ১০/১২ লক্ষ টাকার মালামাল ও নগদ টাকা, আসবাবপত্র, ছাগল, মুরগী পুড়ে গেছে। ক্ষতিগ্রস্থরা হলেন, আইয়ুব, শাহাবুব, মাহাবুর, আলামিন।
শনিবার ক্ষতিগ্রস্থপরিবারকে শুকনো খাবার ও শীতবস্ত্র প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার সুশাস্ত কুমার মাহাতো। এসময় উপস্থিত ছিলেন, চামারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রশিদুল মৃধা, পিআইও আলআমিন, স্থানীয় মেম্বার ফারুকসহ আরো অনেকে।