দর্পণ ডেস্ক : বাংলাদেশের অন্যতম প্রধান কবি আল মাহমুদের নামাযে জানাজা অনুষ্ঠিত হয়েছে। আজ বাদজোহর রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর ফটকে জানাজায় দেশের কবি, শিল্পী, সাহিত্যিক, সাংবাদিক, শিক্ষাবিদসহ নানা শ্রেণি-পেশার লোকজন অংশ নেন।
এর আগে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য কবির মরদেহ বাংলা একাডেমিতে নিয়ে যাওয়া হয়। সেখানে বাংলা একাডেমিসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে তাঁর প্রতি শ্রদ্ধা জানানো হয়। দীর্ঘদিন সাংবাদিকতা পেশার সঙ্গে জড়িত থাকা কবি আল মাহমুদের মরদেহ দুপুর সাড়ে ১২টার দিকে একটি লাশবাহী অ্যাম্বুলেন্সে করে জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে নিয়ে যাওয়া হয়। সেখানে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।
আল মাহমুদ গতকাল রাত ১১টার পর বার্ধক্যজনিত কারণে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। আগামীকাল বাদ যোহর ব্রাহ্মণবাড়িয়া জেলার মোড়াইল গ্রামে বরেণ্য এই কবিকে দাফন করা হবে।
কবি আল মাহমুদের মৃত্যুতে সাহিত্যাঙ্গনে শোকের ছাড়া নেমে এসেছে। রাজনৈতিক দলের নেতারাও তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।