দর্পণ ডেস্ক : ‘ডিনার’ এর শাব্দিক অর্থ বলতে নৈশ্যভোজই জেনে থাকেন সবাই। তবে বিনোদন জগতে এই শব্দটার অন্য মানেও থাকতে পারে, তা হয়তো ভাবেনি কেউ আগে। এ নিয়ে সম্প্রতি চাঞ্চল্যকর এক তথ্য ফাঁস করলেন বলিউড অভিনেত্রী শার্লিন চোপড়া। একটি সাক্ষাৎকারে শার্লিন দাবি করেন, ডিনার শব্দটি ফিল্ম ইন্ডাস্ট্রিতে যৌন সুবিধা পাওয়ার কোড হিসেবে ব্যবহার হয়। কেউ কারও কাছ থেকে যৌন সুবিধা নিতে চাইলে নাকি ডিনার শব্দটি ব্যবহার করেন। এই তথ্য জানা না থাকায় আগে নাকি বহুবার সমস্যায় পড়েছেন শার্লিন নিজে। তিনি জানান, পরিচালক, প্রযোজকরা কেন তাকে ডিনারে আমন্ত্রণ জানাচ্ছেন তা বুঝতে পারতেন না। বেশ কিছু অপ্রীতিকর ঘটনার পর শব্দটির নেতিবাচক অর্থ জানতে পারেন তিনি।
যৌন সুবিধার নীরিখে বলিউডে কাজের লেনদেন হয় বলে গুজব রয়েছে। তবে ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত অধিকাংশই এ হেন প্রশ্ন এড়িয়ে যান। কেউ আবার সরাসরি এর বিরোধিতা করেন। কিন্তু শার্লিনের মন্তব্যে বলিউডের এই গুজবই সত্যি বলে প্রমাণিত হলো বলে মনে করছেন অনেকে। হায়দরাবাদে জন্ম শার্লিনের। প্লেবয় ম্যাগাজিনে নগ্ন ফোটোশুট করে তিনি শিরোনামে আসেন। বলিউডে কয়েকটি ছবিতেও তিনি আবেদনময়ী রুপে ক্যামেরার সামনে এসেছেন। তাছাড়া ‘কামসূত্র থ্রি ডি’ নগ্ন ও যৌন দৃশ্যে অভিনয় করে হৈ চৈ ফেলে দিয়েছিলেন তিনি।

News Editor : Ganash Chanro Howlader. Office: 38-42/2 Distillery Road, 1st floor, Gandaria, Dhaka-1204.