দর্পণ ডেস্ক : বাংলাদেশের একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিএনপি নেতাদের করা মামলায় নিয়ে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ বিব্রত নয়। মামলার জবাব নির্বাচন কমিশন আর ট্রাইব্যুনাল দেবে। এমনটাই জানিয়েছেন দলটির সাধারণ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আজ (শুক্রবার) সকালে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

বিএনপিকে উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেয়ার আহবান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, বিএনপি মনে মনে মনকলা খেতে পারে। তারা নির্বাচনে অংশ না নিলে আওয়ামী লীগের অন্তঃকলহ বাড়বে; তাতে বিএনপির লাভটা কী? রেজাল্ট কি তাদের পক্ষে যাবে? আওয়ামী লীগের যদি নৌকা প্রার্থী না জেতে, তাহলে বিদ্রোহী প্রার্থী জিতবে। সেও তো আওয়ামী লীগের। তাতে বিএনপির লাভ কী?

জামায়াত নিষিদ্ধের বিষয়ে তিনি বলেন, ইতিমধ্যে জামায়াতের নবীন প্রবীনদের মাঝে দ্বন্দ্ব তৈরি হয়েছে। ভবিষ্যতে তারা রাজনীতিতে থাকবে কিনা সিদ্ধান্তহীনতায় আছে। আর তারা যদি নতুন নামে রাজনীতিতে আসে, সেইসঙ্গে জাতির কাছে ক্ষমা চায়, তাহলে আওয়ামী লীগ সিদ্ধান্ত নেবে তাদেরকে রাজনীতিতে স্বাগত জানাবে কি না। তবে, দলটিকে নিষিদ্ধ করার বিষয়ে আদালতের ওপর হস্তক্ষেপ করা হবে না বলেও জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।