দর্পণ ডেস্ক : ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেছেন, ইরানের ইসলামি বিপ্লব কারো ওপর আঘাত করে নি। সব সময় অন্যের হামলা থেকে নিজেকে রক্ষা করেছে। অবশ্য কখনো কখনো কঠিন পাল্টা আঘাত হেনেছে। ইসলামি বিপ্লবের ৪০ বছর পূর্তি উপলক্ষে ‘বিপ্লবের দ্বিতীয় ধাপ’ শীর্ষক এক বিবৃতিতে তিনি এ কথা বলেছেন।