দর্পণ ডেস্ক :প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, রাজনীতি থেকে অবসর নেওয়ার পর তিনি তাঁর গ্রামে বাস করবেন।
আনসার ও ভিডিপি লেকে আনসার সদস্যদের সাংস্কৃতিক অনুষ্ঠানে নৌকায় উঠে দুই শিশুর নৃত্য দেখে প্রধানমন্ত্রী আবেগাপ্লুত হয়ে পড়েন।
মঙ্গলবার সকালে গাজীপুরের সফিপুরে বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমিতে আকর্ষণীয় সাংস্কৃতিক অনুষ্ঠানের পর প্রধানমন্ত্রী তাঁর ভাষণে এ কথা বলেন। এটি বাংলাদেশ আনসার ও ভিডিপির ৩৯তম জাতীয় সমাবেশ ছিল।
তিনি বলেন, ‘আমার পিতামহের একটি বিরাট পানসি নৌকা ছিল। এটিতে দুইটি কক্ষ ও জানালা ছিল। আমি যখন এটিতে উঠতাম, জানালার কাছে বসে আমার হাত দিয়ে পানি স্পর্শ করতাম। নৌকায় অন্যরাও থাকত। বিশেষ করে আমার ভাই শেখ কামাল। সে নৌকার ছাদ থেকে লাফ দিত, নাচত। যখন আমি নৌকা দেখি, আমার কিশোরীবেলার স্মৃতি স্মরণে আসে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘আমি যখন নৌকা দেখি, তখন আমার চোখে ছেলেবেলার স্মৃতি ভেসে ওঠে। যখন অবসরে যাব, তখন আমি গ্রামে বসবাস করব। এবং এটা আমার সিদ্ধান্ত। আমি আমার পূর্বপুরুষের গ্রাম টুঙ্গিপাড়ায় থাকব।’

জাতীয় সমাবেশে আনসার-ভিডিপি সদস্যদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘জাতীয় সংকটকালে ও জরুরি মুহূর্তে আপনারা দক্ষতা ও সফলতার পরিচয় দিয়েছেন। মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে আমাদের সবাইকে সব সময় সজাগ থাকতে হবে।’

এ বাহিনীর উন্নয়নে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথাও অনুষ্ঠানে তুলে ধরেন শেখ হাসিনা। আনসার সদস্যদের জন্য ঝুঁকি ভাতা চালু এবং আনসার-ভিডিপি ব্যাংক চালুর কথাও তিনি বলেন।