দর্পণ ডেস্ক: আজ ১২ ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল ১১.০০টায় তোপখানা রোডস্থ কমরেড নির্মল সেন মিলনায়তনে গণতান্ত্রিক বাম ঐক্য এর উদ্যোগে উপজেলা নির্বাচন বর্জন, দল হিসেবে জামায়াতের রাজনীতি নিষিদ্ধ ও তাদের সম্পদ বাজেয়াপ্তের দাবিতে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) এর সাধারণ সম্পাদক ও গণতান্ত্রিক বাম ঐক্য-এর সমন্বয়ক কমরেড ডা. এম.এ সামাদ। উপস্থিত ছিলেন গণতান্ত্রিক বাম ঐক্য’র শরীক দল বাংলাদেশের সাম্যবাদী দল (এম.এল) এর সম্পাদক কমরেড হারুন চৌধুরী, বাংলাদেশের মজদুর পার্টির সাধারণ সম্পাদক কমরেড সামছুল আলম ও জোটের শীর্ষ নেতৃবৃন্দ।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে গণতান্ত্রিক বাম ঐক্য-এর সমন্বয়ক কমরেড ডা. এম.এ সামাদ বলেন, গণতান্ত্রিক বাম ঐক্য দীর্ঘদিন ধরে জনগণের তথা দেশের কৃষক-শ্রমিক, ছাত্র-জনতাসহ মেহনতি মানুষের ভোট ও ভাতের অধিকার আদায়ের জন্য শাসকশ্রেণির বিরুদ্ধে রাজপথে আন্দোলন-সংগ্রাম করে আসছে। বিগত সংসদ নির্বাচনের পূর্বেও আমরা দলনিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি করেছিলাম। বিগত ৭ নভেম্বর গণতান্ত্রিক বাম ঐক্য মাননীয় প্রধানমন্ত্রীর ডাকে সংলাপেও অংশগ্রহণ করেছিল। মাননীয় প্রধানমন্ত্রী আশ^াস দিয়েছিলেন নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে সেই পরিপ্রেক্ষিতে আমরা বিগত ৩০ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম। কিন্তু পুরো জাতি দেখলো বিগত নির্বাচনটি হয়েছে একটি প্রহসনমূলক নির্বাচন। নির্বাচনের নামে ভোটের আগের দিন রাতেই ভোট ডাকাতি হয়ে গিয়েছে। এই ভোট জনগণের দেওয়া ভোট না। এতে প্রমাণিত হয়েছে এদেশে কোন দলীয় সরকারের অধীনে অবাধ ও সুষ্ঠু হতে পারে না। তাই গণতান্ত্রিক বাম ঐক্য আসন্ন উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করবে না। আমরা দাবি করছি ভূয়া ভোটে নির্বাচিত বর্তমান সরকার অবিলম্বে পদত্যাগ করে দলনিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করবেন।
তিনি বলেন, গণতান্ত্রিক বাম ঐক্য দীর্ঘদিন যাবৎ যুদ্ধাপরাধীদের বিচার, দল হিসেবে জামায়াতের রাজনীতি নিষিদ্ধ ও তাদের স্থাবর-অস্থাবর সকল সম্পত্তি রাষ্ট্রের অনুকুলে বাজেয়াপ্তের দাবিতে আন্দোলন করে আসছে। স্বাধীনতার স্বপক্ষের শক্তির দাবিদার বর্তমান সরকার বিগত ১০ বছর যাবত রাষ্ট্রীয় ক্ষমতায় থাকা সত্ত্বেও অদ্যাবধি আমাদের দাবি মোতাবেক যুদ্ধাপরাধী জামায়াত-শিবিরের বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ করেন নাই। আমরা সন্দিহান সরকার মুখে বললেও আদৌও কোন কার্যকর ব্যবস্থা গ্রহণ করবেন কি না ? তাই আমরা দাবি করছি অবিলম্বে যুদ্ধাপরাধী জামায়াতকে দল হিসেবে রাজনীতিতে নিষিদ্ধ ও তাদের সকল স্থাবর-অস্থাবর সম্পদ রাষ্ট্রীয় অনুকুলে বাজেয়াপ্ত করা হউক।
তিনি বলেন, বিশে^র সা¤্রাজ্যবাদ বুর্জোয়া অপশক্তি মার্কিন যুক্তরাষ্ট্র অযাচিতভাবে ভেনিজুয়েলায় আগ্রাসন চালাচ্ছে। সেদেশের নির্বাচিত সরকারের বিরুদ্ধে। আমরা মনে করি আমেরিকার সরকার ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের লোলুপ দৃষ্টি পড়েছে ভেনিজুয়েলার তৈল সম্পদের দিকে এবং এই সম্পদ লুন্ঠনের জন্যই ভেনিজুয়েলার অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং এর প্রতিবাদে আগামী বুধবার ১৩ ফেব্রুয়ারি সকাল ১১ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন ও ডোনাল্ড ট্রাম্পের কুশপুত্তলিকা দাহের এক কর্মসূচি গ্রহণ করেছে গণতান্ত্রিক বাম ঐক্য। সবাইকে ধন্যবাদ।