দর্পণ ডেস্ক : ইরানের ইসলামি বিপ্লবের ৪০তম বিজয় বার্ষিকীতে প্রেসিডেন্ট ড. হাসান রুহানিকে অভিনন্দন জানিয়েছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আলে সানি। এছাড়া, কাতারের উপ আমির আবদুল্লাহ বিন হামাদ বিন খলিফা আলে সানি প্রেসিডেন্ট রুহানিকে আলাদা অভিনন্দন বার্তা পাঠিয়েছেন।
সৌদি নেতৃত্বাধীন আরব দেশগুলো কাতারের ওপর সর্বাত্মক নিষেধাজ্ঞা দেয়ার পর দ্রুত দোহার পাশে দাঁড়ায় ইরান। পরবর্তীতে দু দেশের মধ্যে সম্পর্ক আরো ঘনিষ্ঠ হয়। তারই ধারাবাহিকতায় কাতারের আমির ইসলামি বিপ্লবের বিজয় বার্ষিকীতে ইরানি প্রেসিডেন্টকে অভিনন্দন জানালেন বলে মনে করা হচ্ছে।
(ওমানের সুলতান কাবুস বিন সাঈদ আস-সাঈদ)
এদিকে, ওমানের সুলতান কাবুস বিন সাঈদ আস-সাঈদ এক বার্তায় প্রেসিডেন্ট রুহানিকে অভিনন্দন জানিয়েছেন।
আজ সোমবার ইরানে ইসলামি বিপ্লবের ৪০তম বার্ষিকী উদযাপিত হচ্ছে। এ উপলক্ষে ইরানের এক হাজারের বেশি শহর ও কয়েক হাজার গ্রাম থেকে এক কোটির বেশি মানুষ বিপ্লবের শোভাযাত্রায় অংশ নিয়েছেন। বিপ্লব বিজয় বার্ষিকীর খবরাখবর সংগ্রহ করার জন্য বিশ্বের বিভিন্ন দেশ থেকে শত শত সাংবাদিক ইরান সফর করছেন।