দর্পণ ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০২০ সালে যখন দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচন করার পরিকল্পনা করছেন তখন তিনি মুক্ত নাও থাকতে পারেন। এ সতর্কবাণী উচ্চারণ করেছেন ডেমোক্র্যাট দলের সিনেটর এলিজাবেথ ওয়ারেন।
ম্যাসাচুসেটস থেকে নির্বাচিত এ সিনেটর আগামী নির্বাচনে প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন। এরইমধ্যে তিনি নির্বাচনী প্রচারণা শুরু করেছেন এবং রোববার আইওয়াতে এক সমাবেশে ওয়ারেন এসব কথা বলেছেন।
সিনেটর ওয়ারেন বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প প্রতিদিন বর্ণবাদী ও বিদ্বেষপূর্ণ টুইট করছেন যা সত্যিই নোংরা ও কুৎসিত’। তিনি আরো বলেন, ‘রাশিয়ার সঙ্গে সম্পর্ক নিয়ে ট্রাম্পের বিরুদ্ধে যে তদন্ত চলছে তা তার প্রেসিডেন্সি ও স্বাধীনতা কেড়ে নিতে পারে’।
গত নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপে ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হয়েছেন বলে বিরোধীরা অভিযোগ করে আসছেন। এ নিয়ে তদন্ত চলছে তবে ট্রাম্প সবসময় তা অস্বীকার করে এসেছেন। অনেকেই মনে করেন, তদন্তে বিষয়টি প্রমাণিত হলে প্রেসিডেন্ট ট্রাম্পকে ইমপিচ করা হতে পারে।