জাহিদ হাসান, কুষ্টিয়া প্রতিনিধিঃ কুষ্টিয়ায় দুইশত পঁয়তাল্লিশ পিচ ইয়াবাসহ তুহিন নামের এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রবিবার দুপুরে শহরের চৌড়হাস এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত তুহিন কুষ্টিয়া শহরের কালিশংকরপুর এলাকার আতিয়ার রহমানের ছেলে।
কুষ্টিয়া জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আব্দুল হালিম জানান, গোপন সংবাদের ভিত্তিকে চৌড়হাস এলাকার গড়াই বাস কাউন্টারের সামনে থেকে তুহিন নামের একজনকে আটক করা হয়। পরে তার কাছ থেকে দুইশত পঁয়তাল্লিশ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।