দর্পণ ডেস্ক : ইহুদিবাদী ইসরাইলের রাজধানী তেল আবিব থেকে দূতাবাস সরিয়ে পবিত্র বায়তুল মুকাদ্দাস শহরে নেবে না রাশিয়া। ইসরাইলে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আনাতোলি ভিক্টোরভ রুশ বার্তা সংস্থা তাস-কে গতকাল (বৃহস্পতিবার) একথা জানিয়েছেন।
তিনি বলেন, মস্কো আন্তর্জাতিক আইন লঙ্ঘন করবে না। এছাড়া, বায়তুল মুকাদ্দাসকে কেন্দ্র করে জাতিসংঘে যে প্রস্তাব পাস হয়ে রয়েছে তারও বাইরে যাবে না।
ভিক্টোরভ বলেন, ‘তেল আবিব থেকে বায়তুল মুকাদ্দাসে দূতাবাস সরানো এজেন্ডার বাইরের বিষয়। বায়তুল মুকাদ্দাসকে কেন্দ্র করে রাশিয়া আন্তর্জাতিক আইনি কাঠামো মেনে চলবে’।
২০১৭ সালের ডিসেম্বর মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বায়তুল মুকাদ্দাসকে ইহুদিবাদী ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেন এবং এরপর তেল আবিব থেকে সেখানে দূতাবাস সরিয়ে নেয় ওয়াশিংটন। মার্কিন পদক্ষেপ অনুসরণ করে দক্ষিণ আমেরিকার দেশ গুয়েতেমালা ও প্যারাগুয়ে বায়তুল মুকাদ্দাসে দূতাবাস সরিয়ে নেয়ার কথা বলেছে। তবে মার্কিন উদ্যোগে ব্যাপক ক্ষুব্ধ হয়েছে পুরো মুসলিম বিশ্বসহ ফিলিস্তিনি জনগণ।