দর্পণ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমুদ্রের তলদেশ দিয়ে সাবমেরিন ক্যাবল লাইন স্থাপনের মাধ্যমে মূল ভুখণ্ড থেকে বিচ্ছিন্ন সন্দ্বীপে বিদ্যুৎ ও ইন্টারনেট সেবা কার্যক্রমের উদ্বোধন করেছেন। পাশাপাশি তিনি চট্টগ্রামের আরো চারটি বিদ্যুৎ প্রকল্পের উদ্বোধন করেন।
প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় বেশ কয়েকটি উন্নয়ন কর্মসূচি। এর মধ্যে রয়েছে ছয়টি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, জাতীয় গ্রিডে সংযুক্ত নতুন ৯টি গ্রিড উপকেন্দ্র, সন্দ্বীপ উপজেলায় বিশেষায়িত বিদ্যুতায়ন এবং ১২টি উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন কার্যক্রম। এ সময় সন্দ্বীপের সংসদ সদস্য, চট্টগ্রামের জেলা প্রশাসকসহ বিভিন্ন স্তরের লোকজনের সাথে ভিডিও কনফারেন্সে কথা বলেন প্রধানমন্ত্রী।
ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২০ থেকে ২০২১ সাল পর্যন্ত মুজিব বর্ষ পালন এবং জাতির পিতার স্বপ্নে লালিত ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।