কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী তালিকা কেন্দ্রে প্রেরনের লক্ষ্যে আওয়ালীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকালে স্থানীয় দলীয় কার্যালয়ে ফজলুর রহমান সানু সিকদারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মো. মুহিববুর রহমান মুহিব। বর্ধিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্যে দেন কলাপাড়া পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, কুয়াকাটা পৌরসভার মেয়র আবদুল বারেক মোল্লা সহ নেতৃবৃন্দ।

পরে উপজেলা পরিষদ নির্বাচনে কাউন্সিলরদের ভোটের মাধ্যমে প্রার্থী বাছাই করা হয়। এতে চেয়ারম্যান পদে উপজেলা আওয়ালীগের সাধারন সম্পাদক এসএম রাকিবুল আহসান ১২৬ ভোট পেয়ে প্রথম, উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যন আবদুল মোতালেব তালুকদার ৭৯ ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে এবং অ্যাড: শামিম আল সাইফুল সোহাগ ৬৬ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছেন। অপরদিকে ভাইস চেয়ারম্যান পদে উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল ইসলাম পেয়েছেন ২৪৬ ভোট, মো. শফিকুল আলম বাবুল পেয়েছেন ১০৭ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে উন্মে তামিমা বীথি ১৫৩ ভোট এবং সীমা
আক্তার পেয়েছেন ১২৫ ভোট।