দর্পণ ডেস্ক : গত সোমবার আশকোনা হাই স্কুল এন্ড কলেজের ক্রিকেট টুর্নামেন্ট-২০১৯ অনুষ্ঠিত হয়েছে। এতে হযরত উসমান গণি (রা.) এবং হযরত আলী (রা.) দুটি দল অংশগ্রহণ করে। হযরত উসমান গণি (রা.) ৬৫ রানে হযরত আলী (রা)-কে পরাজিত করে। সাইফুল ২৩ রান এবং ৩ উইকেটে ম্যান অব দ্য ম্যাচ এবং আকাশ ১১৩ রান ৭ উইকেটে ম্যান অব দ্য টুর্নামেন্ট হয়। টুর্নামেন্ট পরিচালনা করেন সহকারী শিক্ষক  মো. রকিবুল হাসান ও মো. সুমন হাসান।

স্কুলের অধ্যক্ষসহ শিক্ষক-শিক্ষিকাবৃন্দ লেখাপড়ার পাশাপাশি ছাত্রছাত্রীদের খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে উৎসাহিত করতে আন্তরিক ও সচেষ্ট। শিক্ষার্থীরা যাতে তাদের মেধার সঠিক বিকাশ লাভে সক্ষম হয় সেজন্য এই টুর্নামেন্টের আয়োজন করা হয়।