দর্পণ ডেস্ক : কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারকে জেরার প্রস্তুতি শুরু করল সিবিআই। শীর্ষ আদালতের সবুজ সংকেত পাওয়ার সঙ্গে সঙ্গে এ প্রস্তুতি শুরু হল। সূত্রের খবর, রায়ের কপি সিবিআইয়ের লিগাল সেলের বিশেষজ্ঞরা খতিয়ে দেখে নিয়ে মঙ্গলবার বিকেলেই ফের নোটিশ পাঠাবেন রাজীব কুমারকে তলব করে।
সিবিআই সূত্রে খবর, রায় ঘোষণার পরই সিবিআই অধিকর্তার সঙ্গে এক দফা বৈঠক করেন সিবিআইয়ের পূর্বাঞ্চলীয় অধিকর্তা পঙ্কজ শ্রীবাস্তব। বৈঠকের পরই সিদ্ধান্ত হয়, রায়ের একটি কপি শিলংয়ে সিবিআই দফতরে পাঠানো হবে। কারণ, আদালত শিলংকেই বেছে দিয়েছে রাজীব কুমারকে জেরার জন্য।
শিলংয়ে রাজীব কুমারকে জেরা করার জন্য বিশেষ দল গঠনের কাজও শুরু হয়ে গিয়েছে। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, সিবিআইয়ের ডেপুটি পুলিশ সুপার তথাগত বর্ধনের নেতৃত্বে দল শিলং যাবে রাজীবকে জেরা করতে। তবে সে ক্ষেত্রে এক জন অন্তত এসপি পদমর্যাদার আধিকারিক উপস্থিত থাকবেন বলে জানা গিয়েছে। কারণ রাজীব কুমার নিজে অতিরিক্ত ডিরেক্টর জেনারেল পদমর্যাদার আধিকারিক। সে ক্ষেত্রে তাঁর পদমর্যাদার কথা ভেবেই এই সিদ্ধান্ত।
তবে সিবিআই সূত্র এখনও নির্দিষ্ট করে জানাতে পারেনি, নতুন করে সমন রাজীব কুমারের সরকারি বাসভবন লাউডন স্ট্রিটের বাংলোয় পাঠানো হবে না লালবাজারে তার দফতরে পাঠানো হবে।